সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


মেলবোর্নে ট্রাকের চাপায় পিষ্ট পুলিশের গাড়ি, নিহত ৪ পুলিশ


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২০ ০০:০৮

আপডেট:
২৪ এপ্রিল ২০২০ ০০:১১

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: মেলবোর্নে রাস্তায় দাড়িয়ে থাকা কর্তব্যরত পুলিশের গাড়ির ওপর একটি ট্রাকেও ধাক্কায় চারজন পুলিশ অফিসারের মর্মান্তিক মৃত্যু হয়। মেলবোর্নের নিকটে ইস্টার্ন ফ্রিওয়ের কিউ এলাকায় স্থানীয় সময় বুধবার বিকাল সাড়ে ৫টায় এ ভয়াবহ দূর্ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই দূর্ঘটনাকে 'ভয়ংকর' এবং 'হৃদয়বিদারক' বলে আখ্যায়িত করেছেন।

ভিক্টোরিয়া পুলিশের চিফ কমিশনার গ্রাহাম এস্টন বলেন, এই দুর্ঘটনা ভিক্টোরিয়া পুলিশের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা যেখানে একসাথে এত পুলিশ মারা গেলেন। তবে তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি বলেও জানান।

তিনি বলেন, ট্রাকটি পুলিশের গাড়ির ওপর পড়লে পোর্শে গাড়ির ওই ড্রাইভার সেখান থেকে চলে যান। আহত ট্রাক ড্রাইভারকে তখন কিছু মেডিক্যাল কন্ডিশনের কারণে হাসপাতালে নেয়া হয়।

এ দুর্ঘটনার প্রেক্ষিতে এক টুইট বার্তায় প্রধান মন্ত্রী স্কট মরিসন একে 'ভয়ংকর' এবং 'হৃদয়বিদারক' বলে বর্ণনা করেছেন। নিহত কর্মকর্তাদের পরিবার, সহকর্মী এবং আত্মীয়-পরিজনদের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেন তিনি।

ইস্টার্ন ফ্রীওয়ের বুলিন রোড এবং চ্যান্ডলার হাইওয়ের উভয় দিক বন্ধ রাখা হয়েছে এবং ড্রাইভারদের বিকল্প রাস্তা দেখতে বলা হয়েছে।

 


বিষয়: মেলবোর্ন


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top