সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


গণমাধ্যমের স্বার্থে সংবাদের বিনিময়ে অস্ট্রেলিয়ায় অর্থ দিতে হবে গুগল ও ফেসবুককে


প্রকাশিত:
২ আগস্ট ২০২০ ০১:২০

আপডেট:
২ আগস্ট ২০২০ ০১:২১

ফাইল ছবি

 

প্রভাতফেরীঃ গণমাধ্যমের নিজস্বতা ও স্বাধীনতা রক্ষায় ফেসবুক, গুগলের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে তাদের বিজ্ঞাপন বাবদ আয় সংবাদমাধ্যমগুলির সঙ্গে ভাগ করে নিতে বাধ্য করছে অস্ট্রেলিয়া সরকার।  অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

চলতি বছরেই এটি আইনে পরিণত হবে। তবে কোন কোন প্রতিষ্ঠান নতুন নীতির আওতায় পড়বে, তা এখনো নিশ্চিত করা হয়নি। এ ব্যাপারে অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জোশ ফ্রাইডেনবার্গ বলেন, ‘এটা ফেসবুক ও গুগলকে দিয়েই শুরু হবে।’

এ নীতি সম্পর্কে অর্থমন্ত্রী আরো বলেন, ‘এটি অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ব্যবসায়ের জন্য ন্যায্যতা আদায়ের একটা শুভযাত্রা। আমরা যে প্রতিযোগিতা বাড়িয়েছি, ভোক্তা সুরক্ষা বৃদ্ধি করেছি এবং টেকসই গণমাধ্যমের জন্য একটা পথ তৈরি করে দিয়েছি, এর মাধ্যমে সেটাই নিশ্চিত করা হচ্ছে।’ 

এদিকে অস্ট্রেলিয়া সরকারের এমন পদক্ষেপের বিষয়ে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই আইনের বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের অবগত করবে। তবে ফেসবুকের পক্ষ থেকে এ নিয়ে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সরকারের আদেশ অনুযায়ী দেশটির সংবাদমাধ্যমগুলোর সাথে ফেসবুক, গুগলসহ বড় সব প্রযুক্তি প্রতিষ্ঠানের নতুন চুক্তি হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top