সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


করোনা খাতে বাংলাদেশকে অস্ট্রেলিয়ার পাঁচ মিলিয়ন ডলার সহায়তা


প্রকাশিত:
২৩ মে ২০২১ ১৮:০৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৬:৪৭

 

প্রভাত ফেরী: বাংলাদেশকে পাঁচ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সহায়তার এই অর্থ করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামাদি যেমন- অক্সিজেন, অক্সিজেন সংক্রান্ত সরঞ্জাম ক্রয় ও বিতরণ কাজে ব্যবহৃত হবে। রেড ক্রিসেন্টের মাধ্যমে এই অর্থ বাংলাদেশে ব্যয় করা হবে।
শনিবার (২২ মে) ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অষ্ট্রেলিয়া হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে করোনা মোকাবিলায় অস্ট্রেলিয়া রেড ক্রিসেন্টকে অতিরিক্ত পাঁচ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্যা রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) মাধ্যমে এই তহবিল সরবরাহ করবে অস্ট্রেলিয়া।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top