সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


পুরো অস্ট্রেলিয়ায় ধরা পড়েছে করোনার ডেল্টা ধরন


প্রকাশিত:
২৯ জুন ২০২১ ২১:১৩

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৪:১৫

 

প্রভাত ফেরী: অস্ট্রেলিয়া মুখোমুখি হতে যাচ্ছে মহামারি করোনার নতুন আরেক ধাপে। ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ভারত থেকে ছড়ানো করোনার ডেলটা ধরণ। সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়ার অন্যতম বড় শহর সিডনি ও এর আশপাশের এলাকায় দুই সপ্তাহের কঠোর লকডাউন জারি করা হয়েছে।

অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জশ ফ্রাইডেনবার্গ বলেন,আমার মনে হচ্ছে, অতিসংক্রামক ধরন ডেলটার কারণে আমরা করোনা মহামারির নতুন একটি পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছি। সংক্রমণ ঠেকাতে সীমান্ত বন্ধ রাখা ও নতুন করে বিধিনিষেধ আরোপ করা ছাড়া আর কোন উপায় নেই।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, সিডনিতে করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে । নর্দান টেরিটরি, কুইন্সল্যান্ড ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াও নতুন সংক্রমণ নথিবদ্ধ হয়েছে। এর মধ্য দিয়ে কয়েকমাসের মধ্যে প্রথমবারের মতো দেশটির দূরবর্তী বিভিন্ন অঞ্চলে একসঙ্গে করোনার সংক্রমণের খবর পাওয়া গেল। জনস্বাস্থ্যবিদদের আশঙ্কা, করোনা মহামারির নতুন একটি পর্যায়ের মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

সংক্রমণ বাড়ায় ইতোমধ্যেই লকডাউনে চলে গেছে সিডনি ও ডারউইন; এর পাশাপাশি চারটি রাজ্যজুড়েও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। লকডাউনের পাশাপাশি করণীয় নির্ধারণ ও সংক্রমণ ঠেকাতে কার্যকর উদ্যোগ নিতে সোমবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে অস্ট্রেলিয়ার রাজ্য সরকারগুলো বৈঠকে বসছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top