সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


৬.৮ মিলিয়নেরও বেশি টিকা ডোজ নিউ সাউথ ওয়েলসে প্রদান


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২১ ২১:০৪

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৫:০৫

 

প্রভাত ফেরী: নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ১,২৯০টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে ৮৮৩টি সনাক্ত হয়েছে ওয়েস্টার্ন ও সাউথ-ওয়েস্টার্ন সিডনিতে। চার ব্যক্তি মারা গেছেন।
প্রিমিয়ার নিশ্চিত করেছেন যে, প্রাপ্ত-বয়স্ক জনসংখ্যার প্রায় তিন ভাগের দুই ভাগ এক ডোজ করে টিকা লাগিয়েছেন। আর, ৩৬ শতাংশ লোক দুই ডোজই নিয়েছেন। আশা করা হচ্ছে যে, অক্টোবর নাগাদ এ রাজ্যের ৭০ শতাংশ বাসিন্দা পুরোপুরি টিকা গ্রহণ করবেন।
এল-জি-এ অফ কনসার্ন এলাকাগুলোতে যে-সব অথরাইজড ওয়ার্কার বাস করেন, এল-জি-এ অফ কনসার্নে বসবাসকারী ১৬-৩৯ বছর বয়সীরা এবং চাইল্ডকেয়ার, ডিজেবিলিটি এবং ফুড ওয়ার্কার যারা এল-জি-এ অফ কনসার্নে বাস করেন কিংবা কাজ করেন, তাদের সবার জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের বুকিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top