সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


অকাস জোটে জাপান-ভারতকে রাখছে না যুক্তরাষ্ট্র


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২১ ২১:৫১

আপডেট:
২৬ সেপ্টেম্বর ২০২১ ২৩:১০

 

সম্প্রতি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া ত্রিপক্ষীয় অকাস নামের একটি নিরাপত্তা জোট গঠন করেছে। যার উদ্দেশ্য ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে কাজ করা। ওই জোটে ভারত ও জাপানকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি।

বুধবার (২২ সেপ্টেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘এই চুক্তি ঘোষণার সময়েই পরিষ্কার করে বলা হয়েছে, তিনটি শক্তি একসঙ্গে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় রাজনীতিতে কাজ করবে। এই তিনটি দেশের মধ্যে অন্য কোনও দেশের অন্তর্ভুক্তি সম্ভব নয়’।

তিনি আরও বলেন, ‘গত সপ্তাহের ঘোষণা কোনও সূচনা হওয়ার কথা নয়। আমি মনে করি প্রেসিডেন্ট বাইডেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর কাছেও এই বার্তাই দিয়েছেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরের নিরাপত্তায় অন্তর্ভুক্ত হওয়ার মতো আর কেউ নেই।

উল্লেখ্য, এই ত্রিপাক্ষিক চুক্তি ঘোষণা করার সময় যুক্তরাষ্ট্র বলেছিল, শান্তি ও আন্তর্জাতিক সংহতি বজায় রাখতেই এই চুক্তি। তবে চীন তা মানতে চাইছে না। চীনের মতে, এতে এশিয়ার শান্তি বিঘ্নিত হবে। চুক্তি বিরোধিতা করেছে ফ্রান্সও।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top