সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


২০ শে মার্চে সিডনিতে শুরু হচ্ছে একুশের প্রভাতফেরী ও বইমেলা ২০২২


প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২২ ১১:২৬

আপডেট:
২৫ জানুয়ারী ২০২২ ২২:৩৯

 

করোনা পরিস্থিতি বিবেচনা করে সিডনিতে ২০ শে মার্চে শুরু হবে এবারের একুশের প্রভাতফেরী ও বইমেলা ২০২২। ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাবার কারণে এক মাস পেছানো হলো এ আয়োজন। ফেব্রুয়ারীর ২০ তারিখ থেকে একুশের প্রভাতফেরী ও বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও এবার তা ২০ শে মার্চে শুরু হবে।

এবারও অস্ট্রেলিয়ার সিডনি আ্যশফিল্ড পার্কে অনুিষ্ঠত হতে যাচ্ছে একুশের প্রভাতফেরী ও বইমেলা। আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিসৌধের পাশে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়োজিত এ বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের একুশে বই মেলার প্রধান সহযোগী এবং অন্যতম পৃষ্ঠপোষক হচ্ছে সিডনী থেকে প্রকাশিত বহুল আলোচিত পত্রিকা প্রভাত ফেরী। মেলার আয়োজক প্রতিষ্ঠান হিসেবে থাকছে একুশে একাডেমী অস্ট্রেলিয়া।

বাংলাদেশে ফেব্রুয়ারি মাসজুড়ে চলা বইমেলার আদলে দীর্ঘ বাইশ বছর ধরে দিনব্যাপী একুশে বইমেলার আয়োজন হয়ে আসছে আ্যশফিল্ড পার্কে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। বইমেলায় দিনের শুরুতে সকাল ৯টায় প্রভাতফেরি ও আ্যশফিল্ড পার্কের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সৌধ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হবে। দিনভর মেলায় থাকছে মহান ভাষা আন্দোলনের স্মরণে নানান আয়োজন। মেলার মূল আয়োজনে দেশি-প্রবাসী বিভিন্ন লেখকের বই নিয়ে বসবে নানান বইয়ের স্টল। মেলায় নতুন ও পুরাতন বই নিয়ে স্টল দিচ্ছে অসংখ্য বই বিক্রেতা প্রতিষ্ঠান। মঞ্চে পরিবেশিত হবে ভাষা শহীদ, বাংলা সংস্কৃতির ওপর আলোচনা অনুষ্ঠান, শিশু কিশোরদের পরিবেশনা, গান, কবিতা ও চিত্র প্রদর্শনী। এ ছাড়া বাংলা সাহিত্যের অংশ হিসেবে মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ১লা ফেব্রুয়ারী থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে রক্তদান কর্মসূচি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top