সিডনী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


সিডনিতে জলবায়ু পরিবর্তন আন্দোলনকারীদের সড়ক অবরোধ


প্রকাশিত:
২৮ জুন ২০২২ ১৯:২১

আপডেট:
১৮ এপ্রিল ২০২৪ ২০:০৬

 

অস্ট্রেলিয়ার সিডনির প্রধান প্রধান সড়ক এবং একটি টানেলে অবরোধ করে সোমবার শহর অচল করে দেন জলবায়ু পরিবর্তন আন্দোলনকারীরা। দিনের ব্যস্ত সময়ের এই অবরোধে থমকে যায় সিডনির শহরের বেশ কিছু এলাকা। ‘অস্ট্রেলিয়ার বাস্তুতন্ত্র ধ্বংসের’ প্রতিবাদে গতকাল সোমবার এই অবরোধ করেন দেশটির অধিকারকর্মীরা।

পুলিশের অভিযোগ, শহর অভিমুখে পদযাত্রা এবং ডাস্টবিন দিয়ে সড়ক অবরোধের সময় অধিকারকর্মীরা ‘হিংস্র’ ও ‘অস্থির’ আচরণ করেছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ বলছে, অবরোধের কয়েক ঘন্টার মধ্যে ১০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে গাড়ি দিয়ে সিডনি হারবার টানেল অবরোধ করা এক নারীও রয়েছেন।

পুলিশের সহকারী কমিশনার পল ডান্সটন বলেন, ‘সাইকেল, ময়লার ঝুড়ি এবং অন্যান্য সামগ্রী দিয়ে সড়ক অবরোধ সহ্য করা হবে না। আন্দোলনকারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ভিডিও ফুটেজ তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। ’

গত সপ্তাহে সন্দেহভাজন আন্দোলন সংগঠকদের ক্যাম্পে অভিযান চালায় পুলিশ এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

চলতি সপ্তাহে সিডনি শহরকে স্থবির করে দেওয়ার অঙ্গীকার করে ব্লকেড অস্ট্রেলিয়া নামের একটি আন্দোলনকারী সংগঠন।

এদিকে নিউ সাউথ ওয়েলসের মূখ্যমন্ত্রী ডমিনিক পেরোটেট একটি স্থানীয় রেডিওকে বলেন, আন্দোলনকারীরা ‘একেবারেই নির্বোধ’।

গত বছর সিডনির পার্শ্ববর্তী নিউক্যাসল এলাকায় বিশ্বের সবচেয়ে বড় কয়লা বন্দর বন্ধ করতে বাধ্য করেন পরিবেশ আন্দোলনকারীরা। এ ছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু অবরোধ করেন তারা। এর জেরে বড় ধরনের শাস্তির বিধান রেখে নতুন আইন পাস করে রাজ্য সরকার। বর্তমানে ট্রাফিক ব্যবস্থা ব্যাহত এবং সড়কে চলাচলে বাধা সৃষ্টি করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং ২২ হাজার অস্ট্রেলীয় ডলার (১৫ হাজার মার্কিন ডলার) জরিমানার বিধান রয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top