সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের নিয়ে সিরিজ  ‘মন দরোজা’


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০১৯ ০২:১২

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০০:৫৮

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: অস্ট্রেলিয়ার সিডনিতে টানা শুটিংয়ে ব্যস্ত আছেন অভিনেতা মাজনুন মিজান।  কারন অস্ট্রেলিয়ার সিডনির বিভিন্ন এলাকা থেকে নির্মিত হচ্ছে ১০৪ পর্বের ধারাবাহিক সিরিজ ‘মন দরোজা’।  আর সিরিজটি নির্মিত হচ্ছে প্রবাসী বাংলাদেশীদের সু:খ দুঃখ নিয়ে।  
আকিদুল ইসলামের রচনায় এবং লিটু করিমের পরিচালনায় সিরিজটি তৈরি হচ্ছে।  

গত মাসের ২০ তারিখ থেকে শুটিংয়ের বিভিন্ন ইউনিটে  দেখা গেছে ঢাকাই নাটকের নিয়মিত অভিনয় শিল্পী নাদিয়া আহমেদ, নিলয় আলমগীর, শিরিন আলম, নির্জন আজাদসহ অনেককেই।

ধারাবাহিকটির প্রথম দিকের কিছু পর্ব ঢাকায় শুটিং হলেও এখন বেশিরভাগ কাজ হচ্ছে সিডনির বিভিন্ন লোকেশনে। কারণ, পুরো ধারাবাহিকের চিত্রনাট্য আবর্তিত হয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের দুঃখ-সুখের গল্প নিয়ে।  

কাজটি প্রসঙ্গে অভিনেতা মাজনুন মিজান বলেন, ‘প্রথমত বলে রাখি, খুবই সুন্দর শহর সিডনি। এবারই প্রথম এলাম। যতদূর জেনেছি, এখানে প্রায় ১ লাখ বাংলাদেশীর বসবাস। তাদের জীবনের গল্পগুলোই উঠে আসবে এই সিরিজে। এর নাট্যকার আকিদ ভাই নিজেও অস্ট্রেলিয়া প্রবাসী। ফলে পুরো চিত্রনাট্যটি একেবারে জীবন থেকে নেওয়া বলতে পারেন। আমি খুবই খুশি এমন একটি গল্পে কাজ করতে পেরে।’  গল্পটি প্রবাসী বাংলাদেশীদের নিয়ে। আমার চরিত্রের নাম মিনহাজ।  ২০ নভেম্বর এখানে এসেছি। এরপর টানা শুটিং করছি আমরা। দেশে ফেরার কথা রয়েছে ৫ ডিসেম্বর।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top