সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২০ ২৩:০৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১০:২২

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: দুই মাস ধরে দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। নতুন করে জরুরি অবস্থা জারি করা হয় দেশটির ভিক্টোরিয়াসহ কয়েকটি রাজ্যে। দাবানলের কারণে কিছু অঞ্চল থেকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের। দেশটিতে দাবানলের ঝুঁকিতে রয়েছে প্রায় ৩০ হাজার পর্যটক। গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত দাবানলে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে।

এই ভয়াবহ দাবানলের কারণে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার এক ফেসবুক বার্তায় বাংলাদেশিদের সতর্ক থাকতে এবং একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। সেখানে কোনো বাংলাদেশি সাময়িক অসুস্থতায় আক্রান্ত হলে বা ধোঁয়া সংক্রান্ত চিকিৎসা সহযোগিতার প্রয়োজন হলে এক দল চিকিৎসক ফোন বা মেসেজের মাধ্যমে সেবা দিতে সম্মত হয়েছে বলেও ওই বার্তায় জানানো হয়।

চিকিৎসকরা হচ্ছেন ডা. হাসিবুল, ডা. সাথিলা, ডা. সৈয়দা তওসিফ, ডা. শেখ ওয়াহাব, ডা. মোশাররফ হোসেন, ডা. আবুল হোসেন সৈয়দ ও ডা. সাইদুল আনসারি। ওই বার্তায় আরও বলা হয়, শনিবার দমকা বাতাসসহ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেন্টিগ্রেড অতিক্রম করতেপারে।

এ ছাড়া ধোঁয়া ও ছাই গোটা ক্যানবেরাতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেখানকার বাতাসের অবস্থা স্বাভাবিক অবস্থার থেকে ৯ গুণ বেশি দূষিত বলে বিবেচনা করা হচ্ছে। এ অবস্থায় সবাইকে স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করার অনুরোধ করেছে দূতাবাস।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top