সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


করোনা ভাইরাসে অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যু, আক্রান্ত ২৭ জন


প্রকাশিত:
১ মার্চ ২০২০ ১৭:৩২

আপডেট:
২ মার্চ ২০২০ ০৫:২০

ফাইল ছবি

প্রভাত ফেরী: করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে ফিরিয়ে আনা ৭৮ বছর বয়সী এই ব্যক্তি রোববার পার্থের একটি হাসপাতালে মারা গেছেন। দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এক সংবাদ সম্মেলনে পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অ্যান্ড্রু রবার্টসন জানান, মৃত ব্যক্তির স্ত্রীও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। অস্ট্রেলিয়ায় নভেল করোন ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা অ্যান্ড্রিউ রবার্টসন বলেন, রোববার সকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় পার্থ শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সম্প্রতি ডায়মন্ড প্রিন্সেস থেকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ওই ব্যক্তিকে। ওই প্রমোদতরী থেকে দেড় শতাধিক অস্ট্রেলীয় নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অ্যান্ড্রিউ রবার্টসন বলেন, তার মৃত্যুতে তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। দুর্ভাগ্যজনকভাবে অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। ডায়মন্ড প্রিন্সেস থেকে কোয়ারেন্টাইনে রাখার পর প্রাথমিকভাবে তাকে হাওয়ার্ড স্প্রিংয়ে পাঠানো হয়েছিল। এরপর সেখান থেকে তাকে পার্থ এলাকার স্যার চার্লস গেইর্ডনার হাসপাতালে নেয়া হলে রোববার সকালে সেখানেই তার মৃত্যু হয়।

অস্ট্রেলিয়ার সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে, গত শনিবার অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে সব বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আনা হবে। কারণ সম্প্রতি ইরানে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৯৩ এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top