সিডনী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


দেশে আটকে পড়াদের ফিরাতে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের বিশেষ ফ্লাইট


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২০ ২১:৩৮

আপডেট:
১০ এপ্রিল ২০২০ ০১:১৬

ফাইল ছবি

প্রভাত ফেরী: করোনার কারনে সারাদেশে কার্যত চলছে লকডাউন। পুরো বিশ্বের চিত্রও একই। এমন পরিস্থিতিতে দেশে গিয়ে  আটকে পড়া অস্ট্রেলিয়ান সিটিজেন ও পাঃ রেসিডেন্টেদের ফিরাতে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন নন কমার্শিয়াল ফ্লাইটের ব্যবস্হা করেছে। শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগামী ১৬ এপ্রিল তাদের ঢাকা থেকে মেলবোর্নে নিয়ে আসা হবে বলে জানিয়েছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন। ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮.১৫ মিনিটে ফ্লাইটি ঢাকা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে ছাড়বে। এটি মেলবোর্ন পৌঁছাবে পরদিন শুক্রবার দুপুর ২.২০ মিনিটে। এরপর ফ্লাইটে অবস্থানরত সকলকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

উক্ত ফ্লাইটটির টিকেটের দাম ইকোনমি ক্লাস  ১,০৩,২৯০.০০ টাকা, বিজনেস ক্লাস ১৬৫০৯৩.০০ টাকা। বুকিং করতে এই ইমইলে [email protected] ৯ এপ্রিল সকাল ১১টার মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে আটকা পড়া অস্ট্রেলিয়ান বাংলাদেশী ও পাঃ রেসিডেন্টরা  বিভিন্ন মাধ্যমে অস্ট্রেলিয়া ফেরার জন্য চেষ্টা করে যাচ্ছিল। করোনার কারনে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনে কার্যক্রম সীমিত করা হয়েছে। ফলে আটকা পড়ারা এই ব্যাপারে তেমন কোন আশা না পেয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে থাকে।

এই পরিস্থিতি মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউনে ইনকের কার্যনির্বাহী কমিটির সভাপতি এনাম হক, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, জেনারেল সেক্রেটারী মো: সফিকুল আলম স্ব-উদ্যোগে অভিবাসন, নাগরিকত্ব, অভিবাসী সেবা ও বহুসংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় যোগাযোগ শুরু করেন। এই সময় তাদের কাছে আগ্রহীদের তালিকা চাওয়া হয়। পরে একটি মেইলে প্রায় ৭০৪ অস্ট্রেলিয়ান সিটিজেন ও পাঃ রেসিডেন্ট অস্ট্রেলিয়া ফেরত আসার আগ্রহ প্রকাশ করে। পরে তাদের এই তালিকা নিয়ে ইনকের কর্মকর্তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে দেখা করেন এবং আটকে পড়া অস্ট্রেলিয়ান সিটিজেন ও পাঃ রেসিডেন্টেদের অস্ট্রেলিয়া ফেরত আনতে বিশেষ অনুরোধ জানান। পরে মন্ত্রীর সহযোগিতায় আটকে পড়াদের আনতে ফ্লাইটের ব্যবস্থা করা হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top