সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


৭ উপাদানের মাধ্যমে বন্ধ করুন আপনার চুল পড়া


প্রকাশিত:
৮ জুলাই ২০২০ ২২:০১

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৫:৩৬

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধি বাড়াতে চাইলে ঘরোয়া প্যাকের সাহায্য নিতে পারেন। এগুলো নিয়মিত ব্যবহারে চুলের গোড়া শক্ত হওয়ার পাশাপাশি বাড়বে চুলের জৌলুসও। 

ডিমের সাদা অংশ: একটি ডিমের সাদা অংশের সঙ্গে ১ চা চামচ অলিভ অয়েল ও ১ চা চামিচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।

পেঁয়াজের রস: পেঁয়াজের রসে তুলা ভিজিয়ে চুলের গোড়ায় লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন। পেঁয়াজের ঝাঁঝালো গন্ধ দূর করতে কয়েক ফতা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।

গ্রিন টি: গ্রিন টি এর লিকার ঠাণ্ডা করে চুল ধুয়ে নিন। কয়েক মিনিট ম্যাসাজ করুন চুলের গোড়া। ২০ মিনিট অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন।

আমলকী: আমলকীর গুঁড়ার সঙ্গে লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। চুলে এক ঘণ্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।

মেথি: পরিমাণ মত মেথি সারারাত ভিজিয়ে রাখুন পানিতে। পরদিন বেটে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল: পাতা থেকে অ্যালোভেরা জেল সংগ্রহ করে ব্লেন্ড করে নিন। শ্যাম্পু করার ৪৫ মিনিট আগে চুলে লাগিয়ে রাখুন এটি।

নারকেলের দুধ: চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান নারকেলের দুধ। কয়েক মিনিট ম্যাসাজ করুন চুলের গোড়া। ২০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top