সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

করোনা টিকার জন্য সেরামকে অগ্রিম ১২ কোটি ডলার দিয়েছে সরকার


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৪

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০২:৫৮

সালমান এফ রহমান

 

প্রভাত ফেরী: অনুমোদনের পূর্বেই ভারতের সেরাম ইনস্টিটিউটকে ১২ কোটি ডলার দিয়েছে বাংলাদেশে সরকার৷ আর বেক্সিমকো ডিলারশিপ পেতে খরচ করেছে ৮০ লাখ ডলার বলে জানয়িছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান৷

করোনা ভাইরাসের টিকা পাওয়া নিশ্চিত করতেই এমন ‘ঝুঁকি নেওয়া হয়’, বলে দাবি করেন তিনি৷

ডয়চে ভেলের সাপ্তাহিক ইউটিউব টক শো ‘খালেদ মুহিউদ্দিন জানতে চায়'-এ এসব তথ্য দেন সালমান এফ রহমান৷ অনুষ্ঠানে আরেও উপস্থিত ছিলেন কবি ও উদ্যোক্তা ফরহাদ মজহার৷

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বেক্সিমকো লিমিটেডের কর্ণধার সালমান এফ রহমান বলেন, “ভ্যাকসিন অনুমোদনের আগে উৎপাদন সক্ষমতা বাড়াতে সেরাম ইন্সটিটিউটকে অনেকেই অগ্রিম টাকা দিয়েছে৷ সে সময় বেক্সিমকো লিমিটেড আট মিলিয়ন ডলার দেয়৷ ভ্যাকসিনের ডিলারশিপ পেতে এ টাকা প্রদান করে প্রতিষ্ঠানটি৷ এ দিকে সরকার প্রথমে ৬ কোটি ও পরে ৬ কোটি মিলিয়ে মোট ১২কোটি ডলার দেয় সেরামকে।”

সঞ্চালকের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “ভারত থেকে আমদানি করা এ ভ্যাকসিনের স্বত্ত্ব বাংলাদেশ সরকারের৷”

ফরহাদ মজহারের এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, সরকার ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ জনগণকে বিনামূল্যে দেবে৷

তিনি বলেন, “প্রথম ডোজের মতো দ্বিতীয় ডোজও বিনামূল্যে জনগণকে প্রদান করা হবে, যা ইতিমধ্যে সরকারের বিভিন্ন দপ্তর থেকে জানানো হয়েছে৷”

ফরহাদ মজহার বলেন, বিভিন্ন সময়ে মিউটেট করে কোভিড-১৯ ভাইরাস, যা ইতিমধ্যে মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ এমন একটি জাতীয় সমস্যাকে মোকাবেলা করতে সমন্বিত চেষ্টা প্রয়োজন বলে মত দেন তিনি৷

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top