সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

বড় উত্থান পুঁজিবাজারে


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২১ ২৩:১১

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১২:২৫

 

প্রভাত ফেরী: সূচকের বড় উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

এ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন বেলা ১০টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স সূচক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৮০০ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪২৭ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৫৫৬ পয়েন্টে।

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৬টির।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৮৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৭৯৮ পয়েন্টে অবস্থান করছে।

 


বিষয়: অর্থনীতি


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top