সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

রফতানি ভর্তুকি নীতিমালা সংস্কারসহ ১৯টি সুপারিশ


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০১৯ ২২:২৩

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ২৩:৫১

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: রফতানিকারকদের জন্য রফতানি ভর্তুকি নীতিমালা সংস্কারসহ প্রায় ১৯ সুপারিশ করা হয়েছে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কো-অর্ডিনেশন কমিটির সভায়। অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে ই-কমার্স ব্যবসার প্রসারে মহিলা উদ্যোক্তাদের জন্য আলাদা কো-অর্ডিনেটেড সেল গঠন, পুরান ঢাকায় অবস্থিত শিল্প-কারখানাগুলো নতুন প্লাস্টিক শিল্পনগরীতে স্থানান্তর করা, ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনকে দায়িত্ব গ্রহণ, ক্রস বর্ডার বাণিজ্য প্রচারের জন্য কিছু নির্দিষ্ট মানদন্ড নির্ধারণ করা, নিচুমানের রাসায়নিক দ্রবের ব্যবহার কমানো, বাংলাদেশের অপ্রচলিত পণ্যের রফতানি বাড়াতে নমুনা আমদানি ইত্যাদি।

সম্প্রতি কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় এসব সুপারিশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় মিরসরাইয়ে আরএমজি পার্কের গ্যাস সংযোগসহ অন্যান্য অবকাঠামোগত সুবিধা ত্বরান্বিত করার জন্য বিল্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসিফ ইব্রাহিম অনুরোধ জানান। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান বলেন, সাধারণত চেম্বারের বিপরীতে অর্থনৈতিক অঞ্চলের জমি বরাদ্দ দেওয়া সম্ভব হয় না। তিনি চট্টগ্রামের ব্যবসায়ী উদ্যোক্তা গোষ্ঠীকে সমন্বিতভাবে জমি বরাদ্দের আবেদন করার পরামর্শ দেন।

সভায় পরিকল্পনা বিভাগের সচিব বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৩০ শতাংশ প্রকল্প পিপিপির মাধ্যমে বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয়ে সচিবদের সঙ্গে সভা হয়েছে। একই সঙ্গে সব মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়েছে। বেসরকারি খাতের উন্নয়নে পরিকল্পনা বিভাগ যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত বলে তিনি আশ্বস্ত করেন। সভায় ২০১৯ সালে ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কো-অর্ডিনেশন কমিটির সভার আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি উঠে আসে। বিগত সভার সিদ্ধান্ত ও সুপারিশের মধ্যে ৩১টি বাস্তবায়ন হয়েছে। এর মধ্যে ১৮টি সুপারিশ জাতীয় রাজস্ব বোর্ডের বাজেট ২০১৯-২০-এর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে বলে সভায় জানানো হয়।

জানা গেছে, ২২টি সুপারিশ বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। আর ১৯টি সুপারিশ পর্যালোচনায় রয়েছে। সভায় এসব সুপারিশের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। ব্যাংকের জন্য সিএসআর সংজ্ঞা নির্ধারণ ও ব্যাংকের জন্য সিএসআর নীতিমালা সহজ করার ব্যাপারে একটি নীতিমালা বাস্তবায়নের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। সভায় জানানো হয়, চামড়াজাত ও পাদুকা শিল্পের রফতানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, প্রতিবন্ধকতা ও সমাধানের জন্য একটি পথনকশা তৈরি করা হচ্ছে। প্লাস্টিক শিল্পখাতের জন্য ইডিএফ ঋণসীমা বাড়ানোর জন্য সুপারিশ করা হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। পাশাপাশি প্লাস্টিক পণ্যের মান তৈরি করার জন্য বিএসটিআইকে অনুরোধ করা হয়েছে। তবে এর আগে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনকে অনুরোধ করা হয়।

বাংলাদেশের অপ্রচলিত পণ্যের রফতানি বাড়াতে নমুনা আমদানির ক্ষেত্রে কর ও শুল্ক পরিশোধে অব্যাহতি প্রদানের বিষয়টি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় রাজস্ব বোর্ডকে এলসি খোলা থেকে অব্যাহতির বিষয়টি পর্যালোচনা করার অনুরোধ জানানো হয়।


বিষয়: রফতানি


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top