সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

মুজিববর্ষে কৃষকদের মাঝে ৫০ কোটি টাকার সুদমুক্ত ঋণ দেবে সোনালী ব্যাংক


প্রকাশিত:
৫ মার্চ ২০২০ ০৫:৩১

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৬:০২

ফাইল ছবি

প্রভাত ফেরী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে এক লাখ করে টাকা দেবে সোনালী ব্যাংক। বুধবার (৪ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোনালী ব্যাংকের এক সম্মেলন এই ঘোষণা দেন ব্যাংকটির চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। ‘এবার শুধুমাত্র প্রতিকৃতি উদ্বোধন নয় মুজিববর্ষে কৃষকদের জন্যও প্রণোদনা বিতরণসহ নানা কর্মসূচি নিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। আমাদেরও অংশগ্রহণ আছে। আমরা আগে থেকেই সেটা করছি বলেও এসময় উল্লেখ করেন তিনি।

জিয়াউল হাসান বলেন, মুজিববর্ষে সোনলী ব্যাংকের কিছু কাজ অন্যন্যা উদাহরণ হয়ে থাকবে। আমরা মুজিববর্ষকে স্মরনীয় করে রাখতে কিছু কার্যক্রম হাতে নিয়েছি। তারেই অংশ হিসেবে, মুজিববর্ষে দরিদ্র কৃষকদের মাঝে ৫০ কোটি টাকার সুদমুক্ত ঋণ বিতরণের ব্যবস্থা করেছি। মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও প্রত্যেককে এক লক্ষ টাকা করে দিচ্ছি। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আমরা বিভিন্ন ধরনের লেখা আহবান করেছি, সেখানেও আমরা পুরস্কার প্রদান করবো।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top