সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

টাকা পাচার যে কোনো মূল্যে বন্ধ করতে হবে : টিপু মুনশি


প্রকাশিত:
৯ মার্চ ২০২০ ০৩:২৩

আপডেট:
৯ মার্চ ২০২০ ০৩:২৩

ফাইল ছবি

প্রভাত ফেরী: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যে কোনো মূল্যে টাকা পাচার বন্ধ করতে হবে। আন্তর্জাতিক একটি সংস্থা দাবি করছে, গত ৭ বছরে মধ্যে প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে পাচার হয়েছে প্রায় ৬৪ হাজার কোটি টাকার প্রেক্ষিতে মন্ত্রী এই কথা বলেন। রোববার (০৮ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 

এ সময় মন্ত্রী বলেন, একটি সংস্থা দাবি করছে টাকা পাচার হচ্ছে। বাণিজ্য বা রপ্তানি ক্ষেত্রে এটি হচ্ছে। বিষয়টি বাংলাদেশ ব্যাংক বলতে পারবে। যদি এমন কিছু হয়ে থাকে তা কম্য নয়। যেকোন মূল্যে টাকা পাচার বন্ধ করতে হবে।

এ প্রসঙ্গে গত বুধবার সাংবাদিকদের অর্থমন্ত্রী  আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, জিএফআই’র অর্থপাচারের প্রতিবেদনের তথ্য আমার নলেজে নেই। তাদের কাজই হলো এই সমস্ত তথ্য বের করা, তথ্য বিশ্লেষণ করা। জিএফআই’র যদি কোন বক্তব্য থাকে তাহলে তো আমাকে জানাবে! পত্রিকায় এই সমস্ত তথ্য দিয়ে কি লাভ।

জিএফআই এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত সাত বছরে বাংলাদেশ থেকে ৫ হাজার ২৭০ কোটি ডলার পাচার হয়েছে। স্থানীয় মুদ্রায় যা সাড়ে চার লাখ কোটি টাকা। যা দেশের চলতি বছরের (২০১৯-২০২০) জাতীয় বাজেটের প্রায় সমান। প্রতি বছর গড়ে পাচার হয়েছে প্রায় ৬৪ হাজার কোটি টাকা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top