সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

এশিয়ার শীর্ষ ধনীর মুকুট হারালেন মুকেশ আম্বানি


প্রকাশিত:
১১ মার্চ ২০২০ ০৩:৪২

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১১:০৭

ফাইল ছবি

প্রভাত ফেরী: তেলের বাজারে টানা দরপতনের ধাক্কায় একদিনে ৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছেন ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। তাকে পেছনে ফেলে আবারও শীর্ষ স্থান দখল করেছেন ই-কমার্স জায়ান্ট ‘আলিবাবা’ গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা।

মঙ্গলবার ব্লুমবার্গ বিলিওনিয়ার্স ইনডেক্সে প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স জানায়, বিশ্বজুড়ে দ্রুত করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে অপরিশোধিত তেলের দাম অনেক কমে গেছে। এ কারণে মুকেশ আম্বানীর সম্পদের পরিমাণ কমে গিয়েছে ৫৭০ কোটি মার্কিন ডলার। যা মোট সম্পদের নিরিখে আলিবাবা গ্রুপের কর্ণধার জ্যাক মা-র চেয়ে মুকেশকে ২৬০ কোটি ডলার পিছিয়ে দিয়েছে।

২০১৮ সাল পর্যন্ত এশিয়ার শীর্ষ ধনী ছিলেন জ্যাক মা। পরে তাকে ছাপিয়ে যান মুকেশ আম্বানি। কিন্তু, সোমবার তেলের বাজারে বড় দরপতনের কারণে ওলোটপালোট হয়ে যায় সব হিসাব। এদিন আম্বানিকে হারিয়ে ফের শীর্ষস্থান দখল করেন জ্যাক মা। আম্বানির চেয়ে বর্তমানে তার সম্পদ ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বেশি।

সৌদি আরব ও রাশিয়ার মধ্যে শুরু হওয়া মূল্য যুদ্ধের জেরে এ সপ্তাহে তেলের দাম দাঁড়িয়েছে ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে। সঙ্গে আছে করোনা সংকটের কারণে জ্বালানি চাহিদা কমার প্রভাব। এ পরিস্থিতিতে আলিবাবার ব্যবসাও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে চাহিদা বেড়েছে তাদের ক্লাউড সার্ভিস ও মোবাইল অ্যাপসের।

সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম কমেছে প্রায় ১২ শতাংশ। আর চলতি বছরে তাদের শেয়ারের দর কমেছে প্রায় ২৬ শতাংশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top