সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

মধ্য আফ্রিকার ১১টি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি করবে স্কয়ার


প্রকাশিত:
১২ মার্চ ২০২০ ২১:২৮

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১৮:৪৬

স্কয়ারকে জিএমপি সনদ প্রদান করছেন কঙ্গোর বাংলাদেশ কনস্যুলেটের অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল

প্রভাত ফেরী: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষ বোর্ড ‘ডিরেক্টরেট অব ফার্মেসি অ্যান্ড মেডিসিন বাংলাদেশের ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে মর্যাদাপূর্ণ ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস’ (জিএমপি) সনদ প্রদান করেছে। উৎপাদন ক্ষেত্রে ভাল চর্চার জন্য স্কয়ার ফার্মাকে এ সনদ প্রদান করা হয়। আর এই সনদের ফলে এখন থেকে মধ্য আফ্রিকার ১১টি দেশে ওষুধ রপ্তানি করতে পারবে কোম্পানীটি।

সম্প্রতি রাজধানীতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্রটি তুলে দেন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বাংলাদেশ কনস্যুলেটের অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল এবং অনারারি কনসাল নাজির আলম।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বাংলাদেশ কনস্যুলেটর অনারারি কনসাল নাজির আলম বলেন, ‘বাংলাদেশ দীর্ঘদিন থেকেই বিশ্বের অনেক দেশে ওষুধ রপ্তানি করে আসলেও মধ্য আফ্রিকার দেশগুলোতে সেটা সম্ভব হচ্ছিল না। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কাছ থেকে বাংলাদেশের ওষুধ কোম্পানি ‘স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ মর্যাদাপূর্ণ এ‘জিএমপি’ সনদপত্রটি পাওয়ার ফলে সেই বাধাটা দূর হলো। এখন চাইলেই মধ্য আফ্রিকার ১১টি দেশে ওষুধ রপ্তানি করা যাবে। কাজেই বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে বড় একটি অর্জন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top