সিডনী মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১

নরওয়েজিয়ান এয়ারলাইন্সের ৪ হাজার ফ্লাইট বাতিল, কর্মীদের কাজে না আসার নির্দেশ


প্রকাশিত:
১৫ মার্চ ২০২০ ০৩:০৮

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ২০:৪৩

ফাইল ছবি

প্রভাত ফেরী: পুরো বিশ্ব নভেল করোনা ভাইরাসে আতঙ্কিত। ইতিমধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনাকে ‘অবহিত বিপর্যয়’ ঘোষণা করেছে ভারত সরকার। ইরান ও স্পেনে ভয়াবহ রুপ নিচ্ছে ভাইরাসটি। মানুষ থেকে মানুষে সংক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ নানাভাবে পদক্ষেপ নিচ্ছে। ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে শুরু করে, স্কুল-কলেজ বন্ধ করে দেয়া, বাসা থেকে কাজ করার সুযোগ দেয়ার মতো নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে এয়ারলাইন্সগুলো ব্যবসায় বড় ধরনের পতন হচ্ছে।

করোনা ভাইরাস নিয়ে চলমান পরিস্থিতির কারণে নরওয়েজিয়ান এয়ারলাইন্সের ৪ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কর্মীদের প্রায় অর্ধেককে সাময়িকভাবে কাজে না আসার জন্য বলা হচ্ছে। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে নরওয়েজিয়ান এয়ারলাইন্সের মতো সমস্যায় পড়তে হয়েছে বিশ্বের আরও অনেক এয়ারলাইন্সকে।

করোনার বিস্তার ঠেকাতে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপ থেকে ৩০ দিন যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন। আর এতেই বড় ধাক্কা খেয়েছে নরওয়েজিয়ান এয়ার। আটলান্টিক পাড়ি দিয়ে স্বল্প খরচে ইউরোপ-আমেরিকা যাতায়াতে এই নরওয়েজিয়ান এয়ারই ছিল অনেকের ভরসা।

নরওয়েজিয়ান এয়ারলাইন্স জানায়, দূরের বিভিন্ন দেশে তাদের যত ফ্লাইট ছিল মে মাসের শেষ পর্যন্ত তার প্রায় ৪০ শতাংশ ফ্লাইট বাতিল হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়া নরওয়েজিয়ান এয়ারলাইন্স বর্তমান পরিস্থিতির জন্য করোনাভাইরাসকেই দুষছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাজি জ্যাকব স্খার্ম জানান, খরচ কমানোর যত উপায় আসে সব আমাদের দেখতে হবে। শুনতে খারাপ লাগলেও তারই অংশ হিসেবে আমাদের ৫০ শতাংশ কর্মীকে সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে হবে, এ সংখ্যা আরও বাড়তে পারে। এ প্রতিষ্ঠানের কাজ করেন প্রায় ১১ হাজার কর্মী।

করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ খাতগুলোর জন্য নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তবে এ সহায়তা সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানানো হয়নি। ফেব্রুয়ারির ২৬ তারিখে নরওয়েতে প্রথম করোনো আক্রান্ত রোগী পাওয়া যায়। আর এখন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০০ জনে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top