সিডনী বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১

ব্রিটিশ এয়ারওয়েজের ৩৬ হাজার কর্মী চাকরীচ্যুত


প্রকাশিত:
২ এপ্রিল ২০২০ ২১:৩৪

আপডেট:
১৮ এপ্রিল ২০২৪ ২০:৪৭

ফাইল ছবি

প্রভাত ফেরী: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশির ক্ষতির মুখে বিশ্ব অর্থনীতি। যার বেশি প্রভাব পড়েছে এয়ারলাইন্সগুলো। ইতোমধ্যে সংক্রমণ কমাতে বেশির ভাগ দেশই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এতে ফ্লাইট কমে গেছে এয়ারলাইন্সগুলোর। ফলে লোকসানে পড়েছে এয়ারলাইন্সগুলো।

এমতাবস্থায় লোকসান এড়াতে যুক্তরাজ্যের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ)প্রায় ৩৬ হাজার কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দিতে যাচ্ছে।

করোনার কারণে ব্যবসা বিপুল লোকসানের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইউনাইটেড ইউনিয়নের সাথে আলোচনা করে তারা এ সিদ্ধান্ত নিয়েছে। উভয় পক্ষই কর্মী ছাঁটাইয়ের চুক্তিতে পৌঁছেছে তবে এখনও চুক্তিতে স্বাক্ষর করেনি তারা।

চুক্তিতে বলা হয়েছে, বিএ তাদের কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, প্রকৌশলীসহ প্রধান কার্যালয়ে কর্মরত প্রায় ৮০ ভাগ কর্মীকে ছাঁটাই করবে। আশা করা হচ্ছে, এ সিদ্ধান্ত গ্যাটউইক এবং লন্ডন সিটি বিমানবন্দরের সমস্ত কর্মীদের উপর প্রভাব ফেলবে। তবে চাকরি হারানো ব্যক্তিরা কিছু বেতন পাবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top