সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


সিডনির বাংলাদেশী-অধ্যুষিত লাকেম্বায় করোনা সংক্রমন


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২০ ২০:৫৫

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ২১:১০

ছবিঃ লাকেম্বার এটুজেড মেডিকেল সেন্টার

 

সিডনির বাংলাদেশী-অধ্যুষিত লাকেম্বার এটুজেড মেডিকেল সেন্টারের দুজন ডাক্তার রোগীর সংস্পর্শে এসে করোনা পজিটিভ হয়েছেন বলে জানা গেছে।   সেন্টারে কর্মরত সকল কর্মী  আইসোলেশনে চলে গেছে।   ১ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ২.৩০ থেকে সাড়ে ৩ টার মধ্যে, শুক্রবার অক্টোবর ৯ তারিখ দুপুর ৩ টা থেকে সাড়ে ৪ টার মধ্যে এবং শনিবার ১০ অক্টোবর  এটুজেড মেডিকেল সেন্টারের  যারা গিয়েছিলেন  তাদের সকলকে  সেলফ আইসোলেশনে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এবং উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করতে পরামর্শ দেওয়া হয়েছে।

একই সাথে, পাশের ঈশরা মেডিকেল সেন্টারে যারা ৫ অক্টোবর সন্ধ্যা ৭.১৫  থেকে ৭.৪০ মধ্যে  গিয়েছেন তাদের সকলকে ও সেলফ আইসোলেশনে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এবং উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করতে পরামর্শ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ায় বাংলাভাষী জনগোষ্ঠীর একটি বড় অংশ বাস করেন লাকেম্বা ও ওয়ালী পার্ক এলাকায়। লাকেম্বার রেলওয়ে প্যারেডে বাংলাদেশী খাদ্যপণ্যের বিপণী ও রেস্টুরেন্ট রয়েছে বেশ কয়েকটি। পুরো বছর জুড়ে সেখানে বাঙালিদের আনাগোনা চলে। করোনা ভাইরাস সংক্রমনের কারনে কমিউনিটির সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top