সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


অস্ট্রেলিয়াতে এমেরিটাস অধ্যাপকের বিরল সম্মানে ভূষিত হলেন বাংলাদেশী রফিকুল ইসলাম


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২০ ২১:৪১

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ২১:৪৪

 

অস্ট্রেলিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয় মধ্যে ম্যাকূয়রী বিশ্ববিদ্যালয়  অন্যতম| এই  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর এম  রফিকুল ইসলামকে এমেরিটাস প্রফেসর হিসাবে উপাধি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  |রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং ম্যাকূয়রী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চেয়ারম্যান, ডিন ও রিসার্চ প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন তিনি|প্রায় ত্রিশ বছর তিনি এই বিশ্ব-বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন ও শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদাও পেয়েছেন একবার|

জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির প্রতি রয়েছে তাঁর নিখাদ ভালোবাসা|বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার  সভাপতি ছিলেন কয়েক দফা |ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উপদেষ্টা পরিষদে |তাঁর শিক্ষকতার বাঁকে বাঁকে ইন্টারন্যাশনাল আইনে লিখেছেন অনেক বই ও আর্টিকেল |তাঁর গবেষণালব্ধ গ্রন্থ বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশকে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য ট্রায়ালকে গতিশীল করতে গাইড লাইন হিসাবে বিবেচিত হবে তাঁর সাম্প্রতিক লেখা "  National  Trials of International Crimes in Bangladesh”  বইটি"|

ম্যাকূয়রী বিশ্ববিদ্যালয়ের  ৪৯৮ কাউন্সিল সভায় প্রফেসর ইসলামকে এমেরিটাস প্রফেসর হিসাবে গ্রহন করে |তাঁর শিক্ষকতা, রিসার্চ, অ্যাডমিন , বিশ্ববিদ্যালয়ের প্রতি আনুগত্য তাঁকে এই উপাধি পেতে সাহায্য করেছে |অস্ট্রেলিয়া প্রবাসী একাডেমিকদের মধ্যে তিনিই প্রথম ব্যাক্তি যিনি এই বিরল সম্মানে ভূষিত হলেন | বিজয়ের মাসে এই অর্জন প্রবাসী বাঙালিদের উৎসাহ ও উদ্দীপনা দেবে জোরালো ভাবে  বিশেষ করে মানুষ গড়ার কারিগরদের |


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top