সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১


ব্রিসবেনে বিজয় দিবস


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২০ ২২:৫৮

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০২:২৮

 

১৯৭১ সালে নয় মাস যুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি লাল-সবুজ পতাকা - স্বাধীন একটি দেশ যার নাম বাংলাদেশ। 

গত ১৮ ই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় অষ্ট্রেলিয়া ব্রিসবেনে " দি অষ্ট্রেলিয়া-বাংলাদেশ ক্যালচার  ইন ব্রিসবেন ইনক" বিজয়ের এই ৪৯তম বার্ষিকীতে প্রতি বছরের ন্যায় এ বছরও আয়োজন করে " বিজয় উৎসব"।

দীর্ঘদিন ব্রিসবেনে কোভিড-১৯ রেস্ট্রিকশন কারনে কোন অনুষ্ঠান না হওয়ায় হঠাৎ এই বিজয় উৎসব যেন প্রবাসীদের মধ্যে আনন্দের জোয়ার সৃষ্টি হয়, আর তাইতো সন্ধ্যার মধ্যে ব্রিসবেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা জড়ো হতে থাকে ইন্দোরপিল্লী ইউনিটিং চার্চ হলে।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এরপর স্থানীয় প্রবাসীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান,নাচ,কবিতা আবৃত্তি, বাশি বাজানোসহ বিভিন্ন দেশীয় সংস্কৃতি তুলে ধরা হয় প্রবাসে, বিশেষ করে স্থানীয় শিশু- কিশোররা অত্যন্ত চমৎকারভাবে বাংলায় গান,কবিতা, নাচ পরিবেশন করে যা সকলকে মুগ্ধ করে। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে " দি অষ্ট্রেলিয়া-বাংলাদেশ ক্যালচার ইন ব্রিসবেন ইনক" সংগঠণের সভাপতি মাহের সামস তার কার্যকরী পরিষদের সকল সদস্যদের নিয়ে অনুষ্ঠানে আগত সকল সম্মানিত অতিথিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন মানসম্মত অনুষ্ঠান উপহার দেয়ার প্রতিজ্ঞাবদ্ধ করেন।

সর্বশেষে অনুষ্ঠানে আগত সকল অতিথিদের রাতের খাবার আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

 

রেজওয়ানা রায়হাতুন জান্নাত ঊর্মি
ব্রিসবেন, অষ্ট্রেলিয়া। 

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top