সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


সিডনিতে লেগেছে বাংলার বসন্তের দোল


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১৪

আপডেট:
২০ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫৫

সিডনিতে বসন্ত

 

প্রভাত ফেরী: বাংলার আকাশে বাতাশে এখন বসন্তের দোল লেগেছে। প্রকৃতির সর্বত্র এখন পাখির সুর ও ফুলের ঘ্রাণ।
"আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে।
মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে।"
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের সুরের মতই মেতেছে এখন বাংলার ভুবন। তবে এই মাতাল আনন্দ ছড়িয়ে গেছে পৃথিবীর সকল বাঙালি কমিউনিটির মধ্যেই। ছড়িয়েছে বসন্ত উৎসবের আনন্দ। বিশেষ করে অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বসন্তের আনন্দ উদযাপনে থাকে ভিন্ন মাত্রা। অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির পরিচিত সংগঠন 'ফাগুন হাওয়া ইনক অস্টেলিয়া' প্রতি বছর বসন্ত মেলার আয়োজন করে থাকে। যদিও করোনা পরিস্থিতির কারণে এ বছর আগের মত জাঁকজমকপূর্ণভাবে 'ফাগুন হাওয়া' কর্তৃক বসন্ত মেলা আয়োজন করা সম্ভব হয়নি। তবুও বাঙালির প্রাণের আবেগ বলে কথা!  তাই এ বছরও স্বল্প পরিসরে হলেও  'ফাগুন হাওয়া ইনক অস্টেলিয়া' সিডনিকে বসন্ত উদযাপন করেছে।  সরকারি স্বাস্থ্যবিধি মেনে 'ফাগুন হাওয়ার' সদস্যরা ফাগুনের কেক কেটে, বাসন্তী রঙের পোশাক পড়ে আনন্দে মেতে উঠেন। 
অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। যার মধ্যে দেশীয় পিঠা-পুলি ও হরেক রকম মিষ্টি ছিলো। 
'ফাগুন হাওয়া'র সভাপতি তিশা তানিয়া সংগঠনের পক্ষ থেকে বলেন,  কোভিড-১৯ এর কারণে অনুষ্ঠানে আমরা সবাইকে আমন্ত্রণ করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে পরবর্তী অনুষ্ঠানে সবাইকে একসাথে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 

এ সময় সংগঠনটির সম্পাদিকা সাজেদা আক্তার সানজিদা বলেন, আমরা কমিউনিটির সবাইকে নিয়ে সম্মিলিতভাবে প্রতি বছর বসন্ত মেলা আয়োজন করার আশা করছি এবং নতুন প্রজন্মকে বাংলাদেশি ঐতিহ্যের সাথে পরিচিত করানোই আমাদের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়া'র সাবেক সভাপতি ফারুক খান, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া'র সভাপতি সিরাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী 
মোবারক হোসেন ও এলান আলম, বি এন বি অস্টেলিয়া'র সভাপতি
মনিরুল হক জর্জ, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া'র সাধারণ সম্পাদক পি এস চুন্নু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আকিদুল ইসলাম, ফাগুন হাওয়া'র সমর্থক নাজমুল হক ও মাহবুবুর রহমানসহ প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকস্টাউন ওয়ার্ডের কাউন্সিলর জর্জ জাখিয়া, হিল শায়ার কাউন্সিলের ডেপুটি মেয়র রিনা জেঠি, ক্যান্টারবুরি সিটি কাউন্সিলের কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটু, টিএম এ্যালাইয়েন্সের বাহলুল আলম, সফল নারী উদ্যোগতা সুমি আজাদ, রহমতউল্লাহ, এলান খান, আবদুস সামাদ, হেমা রেজওয়ান, প্রমি, নিতু, তামমি পারভেজ, রানা, সুকান্ত, এনামুল, সুমন, ছবি, সম্পা, পূরবী, মিলি, সীমা, শারমিন, ফারজানা ডল, নাহার পলিসহ আরও অনেকে। 

অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করছেন হেমা রেজওয়ান, ফারিয়া প্রমি, তামমি পারভেজ, বেলায়েত এবং জাহিদ হোসেন৷ 

পরিশেষে ফাগুন হাওয়া'র কোষাধক্ষ্য পপি খান সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top