সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


আন্তর্জাতিক নারী দিবস পালন করল মহিলা কাউন্সিল অস্ট্রেলিয়া


প্রকাশিত:
১৪ মার্চ ২০২১ ১৯:৩৭

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১৩:২৫

 

প্রভাত ফেরী: মহিলা কাউন্সিল অস্ট্রেলিয়া উদ্যোগে সিডনির একটি ফাংশন সেন্টারে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। গত ৮ মার্চ (সোমবার) সন্ধ্যায় এই অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিউসাউথ স্টেট পার্লামেন্টের সহকারী স্পিকার মার্ক কুরে, কাউন্সিলর রিনা জেত্তি, কাউন্সিলর নাদিয়া সালেহ, ডাঃ জেসি, ডাঃ শাহনেওয়াজ, আনিলা পারভিন, ফারাহ কান্তা প্রমুখ।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে একটি ছোট্ট ভিডিও দেখানো হয়। আজকাল কিভাবে একজন মহিলা অন্য মহিলা ও পুরুষদের কাছ থেকে দুর্ব্যবহারের শিকার হচ্ছে তা এই ভিডিওটিতে ফুটিয়ে তোলা হয়। আয়োজকরা এই ভিডিওটি সামাজিক মাধ্যমেও প্রকাশ করবেন বলেও জানিয়েছেন। সংগঠনটি  সদস্য মাসুদা জামান ছবির পরিচালনায় মহিলাদের জন্য একটি বিশেষ বর্ণমালা খেলা’রও আয়োজন করে।
মহিলা কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি সাজেদা আক্তার সানজিদার ও সাধারণ সম্পাদক তিসা তানিয়া যৌথভাবে জানান, তারা অস্ট্রেলিয়া বসবাসরত নারীদের নিয়ে একটি বৃহৎ প্ল্যাটফর্ম তৈরি করতে অঙ্গীকারবদ্ধ ।

তারা আরও জানান, পারিবারিক সহিংসতা নিয়ে কাজ করার লক্ষ্যে তারা প্রাথমিক ভাবে সংগঠনটি শুরু করেছিলেন। এখন তারা উপলব্ধি করেন, অস্ট্রেলিয়ার সরকার ইতিমধ্যে পারিবারিক সহিংসতা রোধে পর্যাপ্ত আইন ও যথাযথ সুযোগ সুবিধা প্রদান করছেন। তাই তারা এখন নারীর ক্ষমতায়নে আরও বেশি মনোনিবেশ করে কিভাবে তা তরান্বিত ও ইতিবাচক রুপ দেওয়া যায় সেই লক্ষে কাজ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত মহিলারা এবারের আন্তর্জাতিক নারী দিবসের পতিপাদ্য বেগুনি রঙের পোশাকে সজ্জিত ছিলেন। রাতের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মহিলা কাউন্সিল অস্ট্রেলিয়ার এই অনুষ্ঠানটিতে সর্বাত্মক ভাবে সহায়তা করেছেন অ্যালান অপু, মোবারক হোসেন, সুকান্ত পল, সাইফুর রহমান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top