সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


আটলান্টিক সিটিতে মসজিদ

আল হেরা পরিদর্শন করলেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ : সুব্রত চৌধুরী


প্রকাশিত:
১২ জুন ২০২১ ১৮:০২

আপডেট:
১২ জুন ২০২১ ১৮:৩৩

 

গত দশ জুন, বৃহস্পতিবার বিকেলে ইউ এস কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ যুক্তরাষ্ট্রের নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ‘মসজিদ আল হেরা’ পরিদর্শন করেন।
মসজিদ আল হেরার খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড: রুহুল আমিন ও মসজিদের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ওবায়দুল্লাহ চৌধুরী কংগ্রেসম্যানকে স্বাগত ও উষ্ণ অভিবাদন জানান। এই সময় আরো উপস্হিত ছিলেন মুনা আটলান্টিক সিটি চ্যাপটারের সভাপতি নজরুল ইসলাম সোহাগ, ফেরদৌস ইসলাম, গিয়াসউদদীন পাঠান, মো: দিদার, জয়নুল আবেদীন, মসজিদের দ্বিতীয় ইমাম হাফিজ মহসীন, মৌলানা নুরুল হক, ঊমর মোহাম্মদ প্রমুখ।
কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ মসজিদ পরিদর্শন করেন এবং মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় উপস্হিত নেতৃবৃন্দ আল হেরা মসজিদের বিভিন্ন কর্মকান্ড কংগ্রেসম্যানের কাছে তুলে ধরেন এবং ভবিষ্যত কর্ম পরিকল্পনা সম্পর্কে তাঁকে অবহিত করেন। এছাড়া কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও তাঁরা আলোচনা করেন।

কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ নেতৃবৃন্দের কথা ধৈর্য্য সহকারে শোনেন এবং আল হেরা মসজিদ ও কমিউনিটির সার্বিক কর্মকান্ডে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে মসজিদ আল হেরার খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড: রুহুল আমিন ও মসজিদের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ওবায়দুল্লাহ চৌধুরী শুভেচছার নিদর্শন স্বরূপ পবিএ কুরআন শরীফের ইংরেজি অনুবাদকৃত কপি কংগ্রেসম্যানের হাতে তুলে দেন।
কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ মসজিদ আল হেরার নেতৃবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।

 

সুব্রত চৌধুরী
আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top