সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের ইসি মিটিংয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ


প্রকাশিত:
১৭ জুন ২০২১ ১৯:৩৭

আপডেট:
১৭ জুন ২০২১ ২০:৪৮

ছবিঃ ড. ফজলে রাব্বি, আসিক ইকবাল, শিবলী আবদুল্লাহ, এম এ ইউসুফ শামীম, মাকসুদা সুলতানা, মিজানুর রহমান সুমন, নামিদ ফারহান, আউয়াল খান

 

নিম্নোক্ত প্রেস রিলিজটি প্রভাত ফেরীর ইমেইলে পাঠিয়ে ছাপানোর জন্য অনুরোধ করেন সিডনি থেকে প্রকাশিত পত্রিকা ‘সুপ্রভাত সিডনি’র জনাব এম এ ইউসুফ শামীম। আমরা তাঁর অনুরোধে প্রেস রিলিজটি প্রকাশিত করলামঃ

প্রেস রিলিজ
সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের ইসি (এক্সেকিউটিভ) মিটিং অনুষ্ঠিত হয়েছে৷ স্থানীয় সময় ১৬ জুন ২০২১ (বুধবার) সন্ধ্যায় অনুষ্ঠিত মিটিংয়ে কমিটির ১৩ জনের মধ্যে ৯ জন (সংখ্যা গরিষ্ঠ) কর্মকর্তা উপস্থিত ছিলেন ৷ সিডনি প্রেস এন্ড মিডিয়া কাউন্সিলের চলমান সংকট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হয় ৷ সর্বসম্মতিক্রমে নেয়া সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ৷

এছাড়া কতিপয় বিপদগামী সদস্য কর্তৃক নেয়া অসাংগঠনিক কিছু কার্যকলাপের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয় ৷ গঠনতন্ত্র পরিপন্থী সভা ও তার সকল সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হয় ৷ নতুন সদস্য নেয়া ও নবায়নের জন্য আগস্টের ২০ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেয়া হয় ৷ পূর্ব প্রস্তাবিত এজিএমের তারিখ বাতিল ঘোষণা করে নতুন তারিখ ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয় ৷ অসাংগঠনিক কাজে জড়িতদের পুনরায় শোকজ করে তাদের সদস্যপদ ও অন্যান্য পদ স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ৷ যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়ালকে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে৷

সংগঠনের গৃহীত সিদ্ধান্তের বাইরে গিয়ে কাউকে নাম ও লোগো ব্যবহার করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে ৷ নতুন সদস্যদের আবেদন পর্যালোচনা করার জন্য পর্যালোচনা কমিটির কথা প্রস্তাব করা হয়েছে ৷

সংগঠনের সভাপতি সহ কয়েকজন সদস্যের পদত্যাগের ইমেল পর্যালোচনা করে তাদের সাথে আলোচনার ভিত্তিতে পদত্যাগপত্র নাকচ করে দেয়া হয়৷ এবং তারা সকলে নিজ নিজ পদে বহাল আছেন বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷

ছবিঃ ড. এনামুল হক

সংগঠনের সভাপতি ড. এনামুল হক স্বীয় দায়িত্ব গ্রহণ করায় ভারপ্রাপ্ত সভাপতির পদ বাতিল করা হয় ৷ পাবলিক অফিসার হিসেবে জেষ্ঠ্য সহ সভাপতি আবদুল্লাহ ইউসুফ শামীমকে আগামী চার বছরের জন্য এবং পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত দায়িত্বে বহাল রাখা হয়েছে ৷
পাশাপাশি উদ্ভুত পরিস্থিতিতে যথাসম্ভব নমনীয় হয়ে একসাথে কাজ করার জন্য বিভ্রান্তি সৃষ্টিকারী সদস্যদের প্রতি আহবান জানানো হয়েছে৷ সভাপতি ড. এনামুল হক ভিডিও কনফারেন্সে বলেন, আমরা সবাই এক৷ সবাই ভাই ভাই, মিডিয়ার মানুষ ৷ আশা করি সংকট কেটে যাবে ৷

সভায় সশরীরে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি ও পাবলিক অফিসার আবদুল্লাহ ইউসুফ শামীম, সহ সভাপতি শিবলি আবদুল্লাহ, আবদুল আউয়াল (নব নিযুক্ত সাধারণ সম্পাদক), মাকসুদা সুলতানা (কোষাধ্যক্ষ), কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য ড. ফজলে রাব্বি, মিজানুর রহমান সুমন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), নামিদ ফারহান (সাংস্কৃতিক সম্পাদক) ও আসিফ ইকবাল (মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক) ৷ এছাড়া ভিডিও কনফারেন্সে (সংবিধানের নিয়ম অনুযায়ী) উপস্থিত ছিলেন সভাপতি ড.এনামুল হক৷ 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top