সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


সুপ্রভাত সিডনি কমিউনিটি মিডিয়ার গণমাধ্যমকর্মীদের জন্য একটি সিরিজ ওয়ার্কশপের আয়োজন করছে


প্রকাশিত:
৭ জুলাই ২০২১ ২০:৩৭

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৭:১১



আপনি জেনে আনন্দিত হবেন যে, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলাদেশী পত্রিকা সুপ্রভাত সিডনি  আগামী ১১ জুলাই ২০২১ রবিবার থেকে ৩০ জুলাই ২০২১ শুক্রবার পর্যন্ত কমিউনিটি মিডিয়ার গণমাধ্যমকর্মীদের জন্য একটি সিরিজ ওয়ার্কশপের আয়োজন করতে যাচ্ছি। প্রতি রবিবার ও শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত অনলাইনে জুমের মাধ্যমে আপনি এই ওয়ার্কশপগুলোতে অংশ নিতে পারবেন।

এই ওয়ার্কশপগুলোর বিষয় হিসেবে থাকবে অস্ট্রেলিয়ার মেইনস্ট্রিম ও কমিউনিটি মিডিয়ার নানা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। নিম্নে সংযুক্ত তালিকায় বিষয়গুলোর বিস্তারিত সময়সূচি দেখতে পাবেন। আমরা প্রত্যাশা করছি আপনি আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করে উদ্যোগটিকে সফল করে তুলবেন এবং এতে করে একজন সাংবাদিক হিসেবে আপনিও উপকৃত হবেন।

অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের শিক্ষক, অভিজ্ঞ সাংবাদিক ও ব্যারিস্টারসহ বিশ্বের বিভিন্ন ভাষাভাষীদের অংশগ্রহণে এই ওয়ার্কশপগুলো হবে শিক্ষণীয় ও প্রাণবন্ত। আপনার টীম মেম্বাররা এই ওয়ার্কশপ থেকে উপকৃত হলে তা হবে আমাদের জন্য আনন্দের একটি বিষয়। এই ওয়ার্কশপগুলোতে অংশগ্রহণের জন্য কোন মূল্য বা ফি দিতে হবে না। সিরিজ ওয়ার্কশপ শেষে আগষ্ট মাসে একটি অনুষ্ঠানের মাধ্যমে সকল অংশগ্রহণকারীদেরকে প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্টিফিকেট অফ পার্টিসিপেশন প্রদান করা হবে।

ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য সংযুক্ত ফরমটি পূরণ করে [email protected] এ ঠিকানায় ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবারের ভেতরে পাঠাতে হবে। এছাড়াও অনলাইনে https://www.eventbrite.com.au/e/journalism-workshop-series-for-ethnic-and-community-media-in-australia-tickets-162202218201?fbclid=IwAR26m4mc86OH8Wq9nYltcNbO59kM5mVBHH80CVoIrguKfChMIQt26Nvlh5A
এই ঠিকানায় ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করা যাবে।তাছাড়া

ওয়ার্কশপের তারিখ ও বিষয়সূচী:  

1.       11 July 2021 Sunday (6 pm to 7 pm) on the topic: How media sees different communities in Australia? How can the community media play a role in this existing framework? Implement diversity.

2.       16 July 2021 Friday (6 pm to 7 pm) on the topic: Community media: possibilities and potential.Manage performance.

3.       18 July 2021 Sunday (6 pm to 7 pm) on the topic: Legal Aspects of Journalism: Media and the law of contempt  
[Communicate with influence]


4.       23 July 2021 Friday (6 pm to 7 pm) on the topic: Ethics of journalism: practices in community media in Australia. Manage ethics in operational plan.

5.       25 July 2021 Sunday (6 pm to 7 pm) on the topic: What can we learn from Journalism in western cultures, and what can we do to enhance our own?
[Build and sustain innovative job environment]


6.       30 July 2021 Friday (6 pm to 7 pm) on the topic Experience of dealing with media regarding defamation issues: an academic's perspective. Manage team effectiveness

The certificate giving ceremony will be held in August, depending on the COVID-19 situation. The date, time and venue will be announced later. Thanks. 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top