সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


আটলান্টিক সিটিতে ধর্মসভা অনুষ্ঠিত 


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২১ ২১:১৯

আপডেট:
৬ অক্টোবর ২০২১ ২১:২২

 

রিপোর্টঃ সুব্রত চৌধুরী

গত ৩০ সেপ্টেম্বর, ২০২১, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ধর্মসভা অনুষ্ঠিত   হয়েছে। 

ঐদিন সনধ্যায় আটলান্টিক সিটির ১৪১১, পেনরোজ   অ্যাভিনিউয়ের একটি ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, ভজন, ধর্মীয় সংগীত পরিবেশন ইত্যাদি।

এশিয়ান আমেরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল।

ধর্মসভায় আলোচকরা বলেন,পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ  তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের বাণী হিন্দু ধর্মাবলম্বীদের আলোড়িত করছে হাজার বছর ধরে। 

ধর্মসভায় আলোচকরা আরো বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি।ভগবান   ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত      কখনও ভগবৎ দর্শন হয় না।

আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, প্রদীপ দে, তৃপ্তি সরকার, তপন সেন, মনোজিৎ সাহা, সান্তনু সরকার, প্রভীন এন জে, বিনোদ ভেলোর প্রমুখ ধর্ম সভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।

বিপুলসংখ্যক প্রবাসী হিন্দু সম্প্রদায় এই ধর্মসভায় যোগ দেন। তাদের সবার মাঝে প্রসাদ বিতরন করা হয়।

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top