সিডনী মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১


বাংলাদেশের পঙ্গু শিশুদের জন্য হুইল চেয়ার দানে ফান্ড রেইজিং ডিনারে ২৫ হাজার ডলার অনুদান সংগ্রহীত


প্রকাশিত:
৪ এপ্রিল ২০২২ ০২:০৮

আপডেট:
১৬ এপ্রিল ২০২৪ ১৪:৪৬


গত পহেলা এপ্রিল সিডনি উপকন্ঠে রকডেলে অস্ট্রেলিয়ান এমপি শওকত মোসেলমানীর Kids on Wheel এনজিওর জন্য একটি চ্যারিটি ডিনার সম্পন্ন হয়। সর্বজনাব গামা আব্দুল কাদিরের আহবানে ডিনারে সিডনির হৃদয়বান নেতৃবৃন্দরা ব্যাপকভাবে ঐক্যবদ্ধ হোন এবং অনুষ্ঠানে প্রায় ২৫ হাজার ডলার অনুদান বাবদ সংগ্রহিত হয়েছে বলে ডিনার শেষে ঘোষনা দেয়া হয়।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান এমপি, কাউন্সিলর ও বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার সুধীবৃন্দের উপস্থিতিতে সিডনির বৃহত্তম ভেন্যু রেডরোজ ফাংশন সেন্টারে, বাংলাদেশের পঙ্গু শিশুদের জন্য হুইল চেয়ার বিতরনের উদ্দেশ্যে বিশাল আয়োজনে সম্পন্ন হয় ফান্ড রাইজিং ডিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ও অস্ট্রেলিয়ায় আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা গামা আব্দুল কাদির, অস্ট্রেলিয়ান এমপি শওকত মোসেলমানী, বঙ্গবন্ধু কাউন্সিলের সভাপতি ও সিডনি অলিম্পিক পার্ক মেলার রূপকার শেখ শামীমুল হক, বিশিষ্ট ছড়াকার ও কলামিষ্ট অজয় দাশগুপ্ত, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উৎযাপন কমিটি বিএনপি, অস্ট্রেলিয়া মহাদেশ শাখার (অনুমোদিত) আহবায়ক মনিরুল হক জর্জ, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল আলম, আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আল নোমান শামীম, চট্রগ্রাম সিটি কলেজের সাবেক ভিপি ইফতেখার হোসেন ইফতু, লেবার পার্টির নেতা ও অনুষ্ঠান আয়োজক কমিটির অন্যতম সদস্য টিটো সোহেল, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারন সম্পাদক মাকসুদুর রহমান চৌধুরী সুমন।

আরো যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সিনিয়র নেত্রী, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ড. লাভলী রহমান, ক্যাম্বেলটাউন এলাকার কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী, লাকেম্বা লেবার পার্টির সভাপতি আব্দুল ওহাব, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সহ-সভাপতি মাহবুবুর রহমান, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক ডা: শাহ জালাল মুকুল, সমাজসেবক সাজেদা স্বপ্না, সাংবাদিক ও কলামিস্ট কায়সার আহমেদ, সমাজসেবক খালেদা কায়সার, একাউন্টেন্ট লিনক্লন শফিকুল্লাহ ও ফারহানা শফিক রুমকি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোবারক হোসেন, বিএনপি নেতা আ ক ম শফিক, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার অন্যতম নেতা, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সুরজিত রয়, অস্ট্রেলিয়া ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অপু সারোয়ার, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান ভুট্রো, সাংবাদিক নেতা মিজানুর রহমান সুমন, সাংবাদিক আকাশ দে, যুবলীগ নেত্রী এলিজা আজাদ টুম্পা, যুবলীগ নেতা মহিউদ্দিন কাদের, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক সম্পাদক মাসুদা জামান ছবি, সমাজ সেবক হেমা রেজওয়ান, ব্যবসায়ী আফজাল চৌধুরী রুবেল ও সুমনা রহমান চৌধুরী, ব্যবসায়ী নাসির আহমেদ, সমাজ সেবক পল মধু, সংগঠক কামাল পাশা, কমিল্লা দক্ষিন জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম তালুকদার, হাছান মাহমুদ, সহধর্মিণী, বিএনপি নেতা তানভীর আহমেদ রিয়েল খাঁন, শাহরিয়ার ইমতিয়াজ মুকুল, মারুফ আহমেদ, আমিনা আক্তার নিপা, NSW Driver Trainer সোহেল ও জুম্মন মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপনা ও গান গেয়ে মাতিয়ে রেখেছেন শাহানা চৌধুরী, রকি, মারিয়া মুন, নাচে মন জয় করেছেন ক্ষুদে শিল্পী জিতেশী পাল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top