সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


দেশের বানভাসী মানুষের পাশে দাঁড়াবে ক্যাম্বেলটাউন বাসী


প্রকাশিত:
২৯ জুন ২০২২ ১৯:১৭

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৪:৪১

 

নাইম আবদুল্লাহঃ গত ২৬ জুন (রবিবার) সন্ধ্যায় সিডনির মিন্টুস্থ্ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের অফিস রুমে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী ও ইব্রাহিম মাসুদ খলিল স্থানীয় কমিউনিটির সাথে দেশের বানভাসীদের জন্য তহবিল সংগ্রহের ব্যাপারে এক মত বিনিময় সভার আয়োজন করে। এই মতবিনিময় সভায় অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড: আনিসুল আফসার সহ কমিউনিটির স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় সাম্প্রতিক বন্যায় দেশের বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে ঐক্যমত পোষণ করে কার্যনির্বাহী কমিটি ও প্রতিটি অঞ্চলের অধিবাসীদের নিয়ে সাব কমিটি গঠন করা হয়। সভায় অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সম্মতিক্রমে তাদের চ্যারিটি ব্যাংক একাউণ্টে তহবিল সংগ্রহ করা হবে বলেও সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
ব্যাংক একাউণ্টে এখন থেকে তহবিল জমা দেওয়া যাবে। অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহের মধ্যে রয়েছে, লিফলেট বিতরন, জুম্মার নামাজের পর স্থানীয় মসজিদ ও উপাসনালয় সমুহ, অন্যান্য কমিউনিটি ও সামাজিক মাধ্যমে বানভাসীদের জন্য তহবিল সংগ্রহের আবেদন, জরুরি ভিত্তিতে বানভাসীদের কাছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছানো ও তাদের বন্যা পরবর্তী পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া। নিরপেক্ষ ও অরাজনৈতিক সংগঠন সমুহের মাধ্যমে বানভাসীদের জন্য তহবিল পৌঁছানোর সার্বজনীন প্রস্তাবও এই মত বিনিময় সভায় গৃহীত হয়।
পরবর্তী পর্যায়ে পিঠা মেলা কিংবা অন্যান্য মাধ্যমে তহবিল সংগ্রহের পরিকল্পনাও বিবেচনাধীন রয়েছে। সবশেষে কমিউনিটির উপস্থিত বিশিষ্ট জনেরা কাউন্সিলর মাসুদ চৌধুরী ও ইব্রাহিম মাসুদ খলিলকে ধন্যবাদ সহ বানভাসীদের জন্য তহবিল সংগ্রহের বিনীত অনুরোধ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন। তহবিল জমা দেওয়ার ব্যাংক একাউণ্টঃ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার। বিএসবিঃ ০৬২২৮৪ একাউণ্ট নম্বরঃ ১০৩৩ ৩৮০২।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top