সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


সাগরে স্পেন যাওয়ার সময় নৌকাডুবিতে লাশ হলো সিলেটের আশরাফ


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০১৯ ০৯:২৯

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২১:৩০

প্রভাত ফেরী ডেস্ক: একটু স্বাবলম্বি হওয়ার উদ্দেশে স্পেন যাওয়ার স্বপ্ন দেখেছিলেন সিলেটের বিশ্বনাথ উপজেলার তরুণ আবু আশরাফ। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে এক দালালকে দেয় ১৫ লাখ টাকা। প্রথমে তাকে নেওয়া হয় আলজেরিয়ায়। এরপর মরক্কোতে। এরপর সেখান থেকে সাগরপথে তার স্বপ্নের স্পেনেযাত্রা শুরু করেন।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস! নৌকাডুবিতে প্রাণ গেল তার। মঙ্গলবারের এই মর্মান্তিক ঘটনায় মারা গেছেন আরও ৩ বাংলাদেশি। তাদের মধ্যে শুধু আশরাফের পরিচয়ই নিশ্চিত হওয়া গেছে। বাকীদের খোঁজ এখনো মেলেনি। শুক্রবার বিকালে আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। সে সিলেটের  বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়নের পেছিখুমরা গ্রামের আশিক মিয়ার ছেলে।

জানা গেছে, প্রায় এক বছর আগে স্পেনে যাওয়ার আশায় এক দালালের মাধ্যমে প্রথমে আলজেরিয়ায় যান আশরাফ। এরপর যান মরক্কোয়। কয়েক দফায় দালালরা তাকে স্পেনে পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ২৫ নভেম্বর দালালদের সহায়তায় মরক্কোর নাদুর এলাকা থেকে নৌকায় সাগরপথে আশরাফসহ ৭৮ জন তরুণ স্পেনের ম্যানিলার উদ্দেশে যাত্রা করেন।

স্পেনে যাওয়ার বিষয়টি আশরাফ ইমোর মাধ্যমে পরিবারকে জানান। এরপর থেকে আশরাফের সঙ্গে তার পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকায় থাকা আশরাফের এক খালাত ভাই স্বজনদের জানায়, সাগর পাড়ি দেওয়ার সময় আশরাফদের বহনকারী নৌকাটি ডুবে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেনে থাকা এক আত্মীয় আশরাফের পরিবারকে নিশ্চিত করে নৌকাডুবিতে আশরাফের মৃত্যু হয়েছে। তার লাশ স্পেনের মারকিয়া শহরের একটি হাসপাতালে রয়েছে


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top