সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হচ্ছে বাংলাদেশের নতুন কনস্যুলেট


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০১৯ ০৬:১১

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৫:৩৬

সোমবার মন্ত্রীসভার বৈঠক প্রধানমন্ত্রীসহ অন্যরা

প্রভাত ফেরী ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রবাসী বাংলাদেশিদের সহজতর কনস্যুলার সেবা দিতে সেখানকার মিয়ামি শহরে নতুন কনস্যুলেট জেনারেল স্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তিনটি কূটনৈতিক মিশন রয়েছে। এর মধ্যে ওয়াশিংটন ডিসিতে একটি দূতাবাস এবং নিউইয়র্ক ও লসএঞ্জেলসে দুটি কনস্যুলেট জেনারেল রয়েছে। বিশাল আয়তনের দেশ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পর্যাপ্ত কনস্যুলার সেবা প্রদান এই তিনটি মিশনের জন্য অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ। এতে প্রবাসী বাংলাদেশিদের সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী স্বল্পতম সময়ে সর্বোত্তম সেবা নিশ্চিত করা সম্ভব হয় না। তাই ফ্লোরিডায় বাংলাদেশের নুতন একটি কনস্যুলেট স্থাপনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

রাজনৈতিক ও অর্থনৈতিক দিক বিবেচনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গুরুত্ব তুলে ধরে মন্ত্রীপরিষদ সচিব বলেন, ‘বর্তমানে প্রায় ৪০ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডার দূরত্ব প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার। এই বিশাল দূরত্ব অতিক্রম করে ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে গিয়ে কনস্যুলার সেবা গ্রহণ করা প্রবাসী বাংলাদেশিদের জন্য যথেষ্ট সময় ও ব্যয়সাপেক্ষ।’

নতুন এই কনস্যুলেট জেনারেল অফিস হলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেন খন্দকার আনোয়ারুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top