সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


করোনা ভাইরাসের প্রবল আক্রমণে বিধ্বস্ত বলিউড : শিবব্রত গুহ


প্রকাশিত:
২০ জুলাই ২০২০ ২২:১৬

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৬:০০

 

করোনা ভাইরাস আজ এক আতঙ্কের নাম বিশ্বজুড়ে। যতদিন যাচ্ছে, ততই এই ভাইরাস তার শক্তি বাড়াচ্ছে। আমাদের দেশ ভারতবর্ষে এর প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। ভারতের মুম্বাইয়ের বিখ্যাত ফিল্ম ইণ্ডাষ্ট্রি বলিউডে, করোনার দাপট ঊর্ধ্বমুখী। যা চিন্তা ক্রমশ বাড়িয়ে তুলছে বলিউডের সেলেবদের।

বলিউডে করোনার প্রথম শিকার হলেন কণিকা কাপুর। তবে, তিনি পরবর্তীকালে সুস্থ হয়ে যান।
বলিউডে করোনায় প্রথম মৃত্যু হয়, বিখ্যাত সঙ্গীত পরিচালক জুটি সাজিদ - ওয়াজিদের ওয়াজিদ খানের। করোনা যেন থামতেই চাইছে না। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক একতা কাপুরের
"কসৌটি জিন্দেগি কি " - এর নায়ক পার্থ সামান্থন ওরফে অনুরাগ আক্রান্ত হয়েছেন করোনায়। তিনি
নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়েছেন। তিনি এখন আছেন সেল্ফ কোয়ারেন্টিনে। বন্ধ আছে শুটিং।

বলিউডের আর এক অভিনেত্রী র‍্যাচেল হোয়াইট হয়েছেন করোনায় আক্রান্ত। বলিউড ও টলিউড
এই দুই জায়গাতেই বেশ পরিচিত নাম হল র‍্যাচেল। তিনি সম্প্রতি কোলকাতায় এসেছিলেন একটি ওয়েবসিরিজ " মিসম্যাচ থ্রি " - এর শুটিং করতে।

ভারতলক্ষ্মী স্টুডিও, জোকার কাছে এক রিসর্টে হয়েছিল এর শুটিং। শুটিং শেষ হবার পরে জানা যায়, যে, র‍্যাচেল আক্রান্ত করোনায়। এই ওয়েব সিরিজের প্রযোজনা সংস্থা এসভিএফের তরফ থেকে এই বিষয় নিয়ে জানা গেছে, যে, সব করোনা সতর্কতা মেনেই হয়েছিল শুটিং। তা সত্ত্বেও, এরকম কেন হল? তা নিয়ে তারা হতবাক হয়ে গেছেন।

তবে আশার কথা, যে, র‍্যাচেলের সহশিল্পীরা সবাই কিন্তু সুস্থ আছেন। তারা কেউই করোনায় আক্রান্ত হননি। তাদের সবার করোনা রিপোর্ট এসেছে নেগেটিভ।

বলিউডের শাহেনশা, মিলেনিয়াম স্টার বিগ- বি অমিতাভ বচ্চনের করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ শুনে স্তব্ধ হয়ে যায় আপামর ভারতবাসীর হৃদয়। যা ছিল অবিশ্বাস্য। তাই কিন্তু ঘটিয়েছে করোনা ভাইরাস। শুধু অমিতাভ নয়, বিগ- বির পরিবারের ওপরে ঝাঁঝালো আক্রমণ করে বসেছে করোনা। পুরো বলিউড যা দেখে হয়ে
গেছে হতবাক।

অমিতাভের পরে, তাঁর ছেলে অভিষেক বচ্চন আক্রান্ত হন করোনায়। তাঁদের দুজনকেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে । ওখানেই চলছে তাঁদের করোনার চিকিৎসা। এরপরে অমিতাভের পুত্রবধূ ও অভিষেকের স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁর একমাত্র ৮ বছরের মেয়ে আরাধ্যা করোনায় আক্রান্ত হয়। তবে, তাঁদের চিকিৎসা কিন্তু বাড়িতেই হবে। মা - মেয়ে দুজনেই উপসর্গহীন করোনায় আক্রান্ত। তবে, জয়া বচ্চনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। যা স্বস্তির খবর বচ্চন পরিবারের জন্য।

বিগ- বির পরিবারে করোনা হানার পরেই, মুম্বাইয়ে বচ্চন পরিবারের চারটি বাংলো, প্রতীক্ষা, জলসা,
জনক ও বৎস - পুরোপুরি সিল করে দিয়েছে মুম্বাই পুরসভা। সেগুলিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করে জীবাণুমুক্ত করার কাজ হয়েছে। পুরসভার তরফ থেকে, অমিতাভের সংস্পর্শে আসা ৩০ জনকে চিহ্নিত করে, তাদের করোনা পরীক্ষা করানো হয়েছে।

অমিতাভের সুস্থতা কামনায় দেশ জুড়ে তাঁর ভক্তরা যারপরনাই খুবই চিন্তিত। তারা চাইছেন, যে, বিগ- বি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তাই জন্য, তারা শুরু করে দিয়েছেন বিগ - বির নামে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। অনেকে আবার হোমযজ্ঞ করছেন রীতিমতো পুরোহিত ডেকে।

করোনা ভাইরাস হানা দিয়েছে বলিউডের আর এক বিখ্যাত অভিনেতা অনুপম খেরের পরিবারে। অনুপম খের নিজে করোনায় সংক্রমিত না হলেও, তাঁর মা দুলারি, ভাই রাজু, ভ্রাতৃবধূ, ভাইঝি হয়ে পড়েছেন করোনায় আক্রান্ত। অনুপম খের আপাতত বাড়িতেই কোয়ারেন্টিনে।

অনুপম খের তাঁর অনুরাগীদের কাছে অনুরোধ করেছেন, " সবাই পরিবারের প্রবীণ সদস্যদের দিকে খেয়াল রাখবেন। কোন করোনার উপসর্গ চোখে পড়লেই, আর দেরী না করে, সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।"

বলিউডের সদা লাস্যময়ী সুন্দরী অভিনেত্রী রেখার মুম্বাইয়ের বান্দ্রার বাংলো " সি স্প্রিং " সিল করে দিয়েছে মুম্বাই পুরসভা। কারণ, রেখার ওই বাংলোর ২ জন নিরাপত্তারক্ষীদের মধ্যে একজন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। তবে, রেখা করোনায় আক্রান্ত হননি। এসব দেখে, করোনা ভাইরাসের প্রবল আক্রমণে বিধ্বস্ত বলিউড - একথা বলাই যায়।

 

শিবব্রত গুহ
কলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top