সিডনী শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


‘দিন–দ্য ডে’ ছবির শুটিংয়ের জন্য তুরস্কে যাচ্ছেন অনন্ত-বর্ষা


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২০ ২২:১২

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ১৭:৩৩

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: তুরস্কে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আবারও ‘দিন–দ্য ডে’ ছবির শুটিংয়ে ফিরছেন অনন্ত। বর্ষাসহ পুরো টিম নিয়ে তুরস্কের উদ্দেশে আগামী অক্টোবরে দেশ ছাড়বেন অনন্ত। এখন শুধু ভিসার অপেক্ষায় আছেন তিনি।

গত মার্চে শেষবারের মতো স্ত্রী বর্ষাকে নিয়ে সিনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন আলোচিত প্রযোজক ও নায়ক অনন্ত জলিল। স্থান ছিলো তুরস্ক। কথা ছিল লাগাতার শুটিংয়ের মাধ্যমে ‘দিন—দ্য ডে’-এর কাজ শেষ করবেন। তবে তা হয়নি। মাত্র দুই সপ্তাহের দৃশ্যধারণ বাকি থাকতেই করোনায় আটকে যায় কাজ।

তাই আবারও শুটিংয়ে ফিরছে অনন্ত-বর্ষাসহ পুরো টিম। আর এ জন্য যেতে হবে তুরস্কে। আগামী অক্টোবরে দেশটিতে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন অনন্ত। সবার ভিসা মিললে সে মাসেই বাকি কাজটুকু রফা করবেন।

অনন্ত জলিল বলেন, ‘ইতোমধ্যে ইস্তাম্বুল ও আনতালিয়ায় শুটিং করার অনুমতিও মিলেছে। তবে এখান থেকে আরও কয়েকজনের ভিসা পেতে হবে। আশা করছি, সেটা সামনের সপ্তাহেই পেয়ে যাব। তাহলেই শুটিংটি অক্টোবরে করে ফেলব। কারণ ডিসেম্বরে তুরস্কে শীত পড়ে যায়। তখন শুটিং করাটা কষ্টকর হবে।’

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন—দ্য ডে’। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top