সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


সপ্তাহব্যাপী ১৭-তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরুঃ এবার ফোকাস কান্ট্রি বাংলাদেশ


প্রকাশিত:
৩০ মে ২০২২ ০১:৩৪

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৫:৩২

 

ভারতের মুম্বাইয়ে আজ রবিবার (২৯ মে) থেকে শুরু হয়েছে ১৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ৪ জুন পর্যন্ত। দেশটির এবারের চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এবার এই উৎসবের ফোকাস কান্ট্রি করা হয়েছে বাংলাদেশকে। সে লক্ষ্যে বাংলাদেশের ছবি ও ডকুমেন্টারি ৩০শে মে থেকে পরপর ৫দিন প্রদর্শিত হবে।

জানা গেছে, এবারে মুম্বাই চলচ্চিত্র উৎসবে শর্টফিকশন ও তথ্যচিত্র মিলে ১১টি কাজকে বেছে নিয়েছে উৎসব কর্তৃপক্ষ। এরমধ্যে রয়েছে, সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’।


‘হাসিনা: এ ডটারস টেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। প্রযোজক হচ্ছেন- রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান।

রবিবার থেকে শুরু হওয়া মুম্বাইয়ের এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের ডকুমেন্টারি, শর্ট ফিকশন, অ্যানিমেশন প্রদর্শিত হবে।

জানা গেছে, বাংলাদেশের ছবি ও তথ্যচিত্র বা ডকুমেন্টারি ৩০ মে থেকে পরপর ৫ দিন এই উৎসবের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে। প্রথম দিন দেখানো হবে আবু শাহেদের ‘আড়াই মন স্বপ্ন’। আর এদিন ডকুমেন্টারি দেখানো হবে হুমাইরা বিলকিসের ‘গার্ডেন অব মেমোরিস’।

৩১ মে দেখানো হবে অমিতাভ রেজা চৌধুরীর ‘সাইলেন্স’। এদিন আরও দেখানো হবে ডকুমেন্টারি ‘দোজাহান’। ছবিটি পরিচালনা করেছেন রতন পাল।

১ জুন দেখানো হবে দিলারা বেগমের ‘জোথরলীনা’ ছবি এবং শবনম ফেরদৌসীর ‘বর্ণ টুগেদার’ ডকুমেন্টারি। ২ জুন দেখানো হবে ‘নট আ পেনি, নট আ গান’ ছবিটি। পরিচালনা মকবুল চৌধুরী। এদিন আরও দেখানো হবে ‘হাসিনা: আ ডটারস টেল’। পরিচালনায় পিপলু খান।

৩ জুন দেখানো হবে সেজুঁতি সুবর্ণর ছবি ‘রিপ্লিস’। এদিন আরও দেখানো হবে ‘কান পেতে রই’। পরিচালনায় মফিদুল হক। এদিন আরেকটি ডকুমেন্টারি দেখানো হবে ‘জলো গেরিলা’। এটি পরিচালনা করেছেন সুমন দেলোয়ার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top