সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়ার ‘হয়েটস’ থেকে মুক্তি পাচ্ছে ‘শান’


প্রকাশিত:
২৭ জুলাই ২০২২ ১৮:২০

আপডেট:
২৭ জুলাই ২০২২ ১৮:২৭


বিশ্বের প্রথম সারির সিনেমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘হয়েটস’ অন্যতম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এর ৫০ টিরও বেশি শহরে রয়েছে ‘হয়েটস’ এর শাখা। আর এবার ‘হয়েটস’ এর ওয়েবসাইট থেকে সরাসরি ব্যবসাসফল চলচ্চিত্র ‘শান’ এর টিকেট দ্বিতীয় দফায় পাওয়া যাচ্ছে। আগামী ৩১ জুলাই থেকে এম রাহিম পরিচালিত এই চলচ্চিত্রটি অস্ট্রেলিয়ার বাংলাদেশি অধ্যুষিত শহরের সিনেমা হলগুলোতে পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছে। আর এই আয়োজন সম্ভব হয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক পরিবেশনা প্রতিষ্ঠান “বঙ্গজ ফিল্মস” এর উদ্যোগে।
ইতোমধ্যে ‘হয়েটস’ এর ওয়েবসাইটে শোভা পাচ্ছে ‘শান’ চলচ্চিত্রের পোস্টার সম্বলিত প্রয়োজনীয় খুঁটিনাটি এবং ট্রেইলার। এবং টিকেট কেনার ক্ষেত্রে ডাইন এন্ড ডিস্কভার এবং প্যারেন্ট ভাউচারও ব্যবহার করা যাবে।
এ প্রসঙ্গে “বঙ্গজ ফিল্মস” এর সহ প্রতিষ্ঠাতা তানিম মান্নান বলেন, “অস্ট্রেলিয়ার বৃহত্তম মুভি প্রদর্শনকারী কোম্পানি হিসেবে ‘হয়েটস’ আর সেখানে ‘শান’ এর অন্তর্ভুক্তি বাংলাদেশের সিনেমার জন্য বেশ বড় খবর। আমি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি ও সবাইকে সিনেমা হলে এসে সিনেমাটি উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।”
২০১৬ থেকে অস্ট্রেলিয়াতে নিয়মিতভাবে বাংলা চলচ্চিত্র প্রদর্শনির আয়োজন করে আসছে “বঙ্গজ ফিল্মস” এবং এখন পর্যন্ত দুই বাংলা থেকে ৩৪ টি বাংলা সিনেমার স্ক্রিনিং করেছে প্রতিষ্ঠানটি। তবে ৩২ টি হয়েছে প্রাইভেট স্ক্রিনিং পদ্ধতিতে যেখানে ‘হয়েটস’ এর ওয়েবসাইটে বাংলা সিনেমার টিকেট কেনা যেতনা এবং অন্যকোন টিকেটিং ওয়েবসাইটের মাধ্যমে কিনতে হত। রিকশা গার্ল’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা সিনেমা এই সীমাবদ্ধতা কাটিয়ে মূলধারার বানিজ্যিক সিনেমার কাতারে শরিক হয় এবং এরই ধারাবাহিকতায় পাপ পুণ্যের পর এবার শান ও যুক্ত হলো এই আয়োজনে। এরপর শীঘ্রই আসছে পরান।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top