ব্যবসায়ীদের উদ্দেশে মোস্তফা সরয়ার ফারুকীর আহ্বান
প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৪ ১৪:০৫
আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৯
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। আন্দোলন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার সব বিষয় নিয়েই কথা বলেছেন এই গুণী নির্মাতা। স্বৈরাচারী সরকাড়ের পদত্যাগের পর দেশের চলমান অবস্থা এবং উত্তরণের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলছেন মোস্তফা সরয়ার ফারুকী।
আন্দোলন ঘিরে বহু হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালগুলোতে এখনও চিকিৎসাধীন আছেন শত শত মানুষ। এদের মধ্যে অনেকেই আছেন সামর্থ্যের অভাবে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, অনেকে আবার টাকার অভাবে হাসপাতালেও যেতে পারেননি। তাদের কথা চিন্তা করে এবার আহতদের পাশে দাঁড়াতে দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন ফারুকী।
১৮ আগস্ট, রোববার সকালে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান, আপনারা জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসেন। বিজ্ঞাপন এবং ইমেজ বিল্ডিংয়ের পিছনে খরচ কমিয়ে এখানে খরচ করুন। এতে বাংলাদেশের মানুষের মনের গভীরে জায়গা হবে আপনাদের; যা হাজারো মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে দিতে পারবে না।
তিনি আরও বলেন, ইতিমধ্যেই ব্র্যাক ব্যাংক এগিয়ে আসার ঘোষণা দিয়েছে। অন্যরাও এগিয়ে আসেন। নিজেরা মিলে জরুরী ভিত্তিতে একটা ফান্ড তৈরি করেন জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য। পরে সেটা একটা কেন্দ্রীয় সেলের হাতে তুলে দেয়া যেতে পারে যারা সেখান থেকে বাংলাদেশের সব হাসপাতালে চিকিৎসাধীনদের চিকিৎসা এবং ওষুধ খরচ কেন্দ্রীয়ভাবে মেটাবে। এটা হতে পারে একটা প্রাথমিক ফান্ড। এর সাথে যোগ হতে পারে সরকারের কনট্রিবিউশন। পরে আরো যোগ হতে পারে এস আলম-বেক্সিমকোর মতো ব্যাংক লুটেরাদের কাছ থেকে আদায় করা অর্থ। আমরাও কনট্রিবিউট করতে চাই সেই ফান্ডে।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য একরে ফারুকী আরও বলেন, সরকার সংশ্লিষ্টরা এটা নিয়ে একটু উদ্যোগী হন। যাদের ত্যাগে এই স্বাধীনতা, তাদের সেবা আমাদের জরুরী কর্তব্য। হিরোজ শুড গেট হোয়াট দে ডিজার্ভ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: