সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


ঢাকায় চলছে আন্তর্জাতিক অভিবাসন চলচ্চিত্র উৎসব


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০১৯ ২২:০৯

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২৩:১২

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: আজ সোমবার (২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন চলচ্চিত্র উৎসব (জিএমএফএফ)। দিনব্যাপী এ উৎসবে ১৫টি চলচ্চিত্র দেখানো হবে। যেখানে অভিবাসন বিষয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের সমস্যা সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকে সঙ্গে নিয়ে জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশ এ উৎসবটির আয়োজন করছে।

অভিবাসন ক্ষেত্রের নানা দিক তুলে ধরার লক্ষ্যে ২০১৬ সাল থেকে আইওএম ও জাতিসংঘ অভিবাসন সংস্থা বৈশ্বিক অভিবাসন বিষয়ক চলচ্চিত্র উৎসব (জিএমএফএফ) আয়োজন করছে। এ বছর, বিশ্বের নানা প্রান্ত থেকে পেশাদার বা উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের ৬০০টিরও বেশি চলচ্চিত্র এ উৎসবে জমা পড়ে। এর মাঝে বিচারক পরিষদ নির্বাচিত ৩০টি চলচ্চিত্র পৃথিবীর ১০০টি দেশে প্রদর্শিত হচ্ছে। ঢাকায় নির্বাচিত ১৫টি চলচ্চিত্র প্রর্দশিত হবে।

জাতিসংঘ অভিবাসন সংস্থা (আইওএম)—এর তরফ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাপী অভিবাসন নিয়ে সৃষ্ট সমস্যা এবং এর সম্ভাব্য সমাধান তুলে ধরা হবে প্রদর্শিত চলচ্চিত্রের মাধ্যমে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিবাসীদের নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলো দেখার পর দর্শকের মনে সহানুভূতির সৃষ্টি হবে। সেইসঙ্গে অভিবাসীদের বাস্তবতা, প্রয়োজন, দৃষ্টিভঙ্গি ও জীবনযাপন বুঝতে সাহায্য করবে এই চলচ্চিত্র উৎসব।

দিনব্যাপী এ উৎসবে সরকারের প্রতিনিধি, নীতি নির্ধারক, শিক্ষার্থী, গবেষক, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, বিশিষ্ট অভিনয়-শিল্পী, উন্নয়ন-অংশীদার, জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাসহ নানা শ্রেণী-পেশার মানুষ এ উৎসবে যোগ দেবেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top