সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


সারাবিশ্বের সাথে একযোগে আগামী ১৩ মার্চ ঢাকায় ‘ব্লাড শট’


প্রকাশিত:
১১ মার্চ ২০২০ ০৩:৩১

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৬:৩৬

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী: সারাবিশ্বের সাথে একযোগে আগামী ১৩ মার্চ ঢাকাতেও মুক্তি পাচ্ছে সায়েন্স ফিকশন অ্যাকশন ছবি ‘ব্লাড শট’।  ঢাকার ব্লকবাস্টার সিনেমাসে প্রদর্শিত হবে সিনেমাটি। গল্পে দেখা যাবে, যুদ্ধে নিহত অভিজাত সৈনিক গ্যাসিনকে একটি উন্নত প্রযুক্তির দ্বারা পুনরুত্থিত করা হয়েছিল। যা তাকে সুপার মানব শক্তি এবং দ্রুত নিরাময়ের ক্ষমতা দেয়। তার নতুন ক্ষমতা দিয়ে তিনি সেই ব্যক্তির পেছনে চলে যান।

যে কিনা তার স্ত্রীকে হত্যা করেছেন বা যিনি বিশ্বাস করেন তিনি, তার স্ত্রীকে হত্যা করেছেন। তিনি শিগগিরই শিখতে এসেছেন যে তিনি যা শেখেন তার সব কিছুই বিশ্বাস করা যায় না। আসল প্রশ্ন হলো- তিনি কি নিজেকে বিশ্বাস করতে পারেন?

ডেভ উইলসন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন ভীন ডিজেল, এইজা গঞ্জালেজ, সেম হিউগেনসহ আরও অনেকে।


বিষয়: ব্লাড শট


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top