সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে নির্মিত হলো ধারাবাহিক নাটক ‘একটি গ্রাম একটি শহর’


প্রকাশিত:
১৬ মার্চ ২০২০ ০৫:৩৭

আপডেট:
১৬ মার্চ ২০২০ ১৭:০৩

ফাইল ছবি

প্রভাত ফেরী: প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে নির্মিত হলো ধারাবাহিক নাটক ‘একটি গ্রাম একটি শহর’ । নাটকটির গল্প লিখেছেন বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এর চিত্রনাট্য লিখেছেন জাকির হোসেন উজ্জল। নাটকটি পরিচালনা করেছেন এস এম শাহীন।

নাটকের কাহিনী নিয়ে টিপু আলম মিলন বলেন, ‘মূলত জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘গ্রাম হবে শহর’ স্লোগানকে উপজীব্য করেই ‘একটি গ্রাম একটি শহর’ নাটকের কাহিনী এগিয়েছে। কতটা সফল হতে পেরেছি সে বিচারের ভার বৈশাখী টিভি দর্শকদের। তবে শহর গ্রামের মিশেলে এ নাটকটি দর্শদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

টিপু আলম আরও বলেন, ‘শহরের মানুষগুলো যখন গ্রামে আসে তাদের কাছে সবকিছুই তখন নতুন বলে মনে হয়। শহরের চাক্যচিক্যময় জীবনের বাইরে তাদের কাছে অবাস্তব বলে মনে হয় গ্রাম্য জীবন।

আবার গ্রামের মানুষগুলো শহরে এলে ভিন্ন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়। আত্মীয়তার বন্ধন যেখানে একেবারেই অনুপস্থিত। গ্রামের পরতে পরতে গ্রাম ও শহরের বাস্তবতা তুলে ধরা হয়েছে এ নাটকে। তুলে ধরা হয়েছে যত বিরোধ ও বদলে যাওয়া শহুরে মানুষের উপাখ্যান।’

জানা গেছে, বৈশাখী টিভিতে নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহে তিন দিন মঙ্গল, বুধ ও বৃহষ্পতিবার রাত ৮টায়।

নাটটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, নাদিয়া আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর, মীর শহীদ, ফারুক আহমেদ, করভী মিজান, ফজলুর রহমান বাবু, ফরজানা ছবি, শামীমা নাজনীন, নাবিলা ইসলাম, সোহান খান, রহমত আলী, সঞ্জীব আহমেদ, সায়কা আহমেদ, দিলু মজুমদার, তানবির মাহমুদ, ইমেলা হক, ফরজানা রিক্তা, সুস্মী আহমেদ, এস এফ নাঈম, আইনুন পুতুল, ক্রিটিকা, মাসুম বাসার, মিলি বাসার, মিতিল ফারুক, জুলফিকার চঞ্চল, হিমে হাফিজ, সাদমান প্রমুখ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top