সিডনী মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১


যুক্তরাষ্ট্রের অভিযোগ, গত ২০ বছরে পাঁচবার মহামারি ছড়িয়েছে চীন


প্রকাশিত:
১৪ মে ২০২০ ১৯:৩৪

আপডেট:
১৪ মে ২০২০ ১৯:৫৩

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: করোনা নিয়ে নাস্তানাবুদ পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, যুক্তরাজ্যসহ বড় বড় দেশগুলো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। শুরু থেকেই চীনের উহানের গোপন ল্যাব থেকেই ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস-এমন অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, ওই ল্যাবে জীবাণু অস্ত্র নিয়ে গবেষণা করতে গিয়েই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে গোটাবিশ্বে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, ল্যাব নয়-উহানের বাজার থেকে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
তবে ঠিক কোথায় উৎপত্তি এই ভাইরাসের-সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো সঠিক উত্তর পাওয়া না গেলেও আবার পাল্টা চীনকে দোষারোপ করলেন এক মার্কিন কর্মকর্তা। আর এ অভিযোগ আগের অভিযোগের চেয়েও ভয়াবহ।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন বলেছেন, শুধু সাম্প্রতিক করোনাভাইরাস নয়। গত ২০ বছরে অন্তত পাঁচবার বিশ্বে মহামারি ছড়িয়ে দিয়েছে চীন। একে থামানো দরকার বলে পরামর্শ দিয়েছেন তিনি।
রবার্ট ও ব্রায়েন বলেন, চীনের বিরুদ্ধে এই মহামারি ছড়ানো ও বিশ্বের এতগুলো প্রাণ নিয়ে ছেলেখেলা করার উদ্যোগের বিরোধিতা করা উচিত। এজন্য সবাইকে একজোট হতে হবে। চীনের বিরুদ্ধে গোটা বিশ্বের মানুষকে এক হওয়া উচিত।
চীনের উহান শহরের সি ফুড মার্কেটের বিরুদ্ধে অভিযোগ আগে থেকেই। বিশেষজ্ঞদের ধারণা, নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে ওই বাজার থেকেই। এতদিন পর্যন্ত এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) পরিষ্কার করে কিছু বলেনি। কিন্তু পরে হু জানায়, করোনা সংক্রমণের নেপথ্যে উহানের ওই বাজারের ভূমিকা রয়েছে।
মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন এই শীর্ষ কর্মকর্তা বলেন, গত ২০ বছরে পাঁচবার প্লেগের মতো মহামারি ছড়িয়েছে চীন-সার্স, অ্যাভিয়েন ফ্লু, সোয়াইন ফ্লু, কোভিড-১৯ (পঞ্চম মহামারির কথা উল্লেখ করেননি)। বিশ্বকে শেষ করার জন্য এগুলো যথেষ্ট।
তিনি আরও বলেন, এই ধরনের অমানবিক আচরণ বন্ধ করা দরকার। চীনের যদি বিজ্ঞানী, চিকিৎসক প্রয়োজন হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তা পাঠাবে তাদের সাহায্য করতে। কিন্তু প্রাণ নিয়ে খেলা বন্ধ হোক।
বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, বাদুড় বা ওই জাতীয় প্রাণীর শরীর থেকেই কোভিড সংক্রমণ ছড়িয়েছে। এর বাইরে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ল্যাবরেটরিতে তৈরি করে এই ভাইরাস ছড়িয়ে দেয়া হয়েছে।
তবে উহান মার্কেটের ভূমিকা নিয়ে প্রথমবার মুখ খুলে হু জানিয়েছে, সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে উহানের বাজারের ভূমিকা অনস্বীকার্য। পৃথিবীর একাধিক রাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার চীনের সুরে কথা বলাকে ভালোভাবে নেয়নি। ইতোমধ্যে এর অনুদান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।


বিষয়: করোনা


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top