সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও আগুন, আহত ২১


প্রকাশিত:
১৩ জুলাই ২০২০ ২২:২৩

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০৪:৩১

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর একটি জাহাজে আগুন লেগে ২১ নাবিক আহত হয়েছে। রোববার সকালে সান ডিয়েগো নৌঘাঁটির ইউএসএস বোনহোম রিচার্ড নামের এই জাহাজে আচমকা বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানিয়েছেন জাহাজের নাবিকরা।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আহত ১৭ জন নাবিক ও চার জন বেসামরিককে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের প্রাণ সংশয়ের হুমকি নেই। নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার প্যাট্রিশিয়া কোয়েজবার্গার জানান, আহত সৈন্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

রোববার বিকালে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ন্যাভাল সার্ফেস ফোর্সেস এক টুইটে জানায়, সব ক্রু যুদ্ধজাহাজটি থেকে নেমে গেছেন এবং কেউ নিখোঁজ নেই। জাহাজটিতে প্রায় ১৬০ জনের মতো লোক ছিল।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার সকালে হঠাৎ বিকট বিস্ফোরণের পর আগুন লেগে যায় ইউএসএস বনহোম রিচার্ড নামের রণতরিতে। এতে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, রণতরিটি এক হাজার সেনা বহনে সক্ষম হলেও রোববার আগুন লাগার সময় এতে উপস্থিত ছিলেন প্রায় দুইশ’ ক্রু। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, কারও অবস্থা গুরুতর নয়। বাকি ক্রুদেরও নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে মার্কিন ওই রণতরিতে ভয়াবহ আগুন ও কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। রণতরিটির আশপাশের জাহাজগুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে।

সান ডিয়াগো ফায়ার-রেসকিউ বিভাগ তাদের প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ৮টার দিকে যুদ্ধজাহাজটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, পরে আগুন ছড়িয়ে পড়ে একটি বিস্ফোরণও ঘটে। নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য জাহাজটিকে বন্দরে রাখা হয়েছিল।

 

সূত্র: রয়টার্স, সিএনএন


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top