সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


উত্তর কোরিয়ার কিমের বোনের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় মামলা


প্রকাশিত:
১৮ জুলাই ২০২০ ২২:৫০

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৬:১২

 

প্রভাত ফেরী: দুই দেশের নেতার যোগাযোগের হটলাইন সংযোগ বিচ্ছিন্ন করে সম্প্রতি যৌথ লিয়াঁজো অফিস গুঁড়িয়ে দেয় উত্তর কোরিয়া। দেশ দুটির মধ্যে সম্পর্কের উন্নতির যে সম্ভাবনা তৈরি হয়েছিল ওই ঘটনার পর থেকে তার আরও অবনতি ঘটে। এর দায়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বোনের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার কৌসুলিঁরা এই ঘটনায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের অন্যতম শীর্ষ সহযোগী ও তার বোন কিম ইয়ো-জংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে এর তদ্নত শুরুর কথা জানিয়েছেন। লিয়াঁজো অফিস গুঁড়িয়ে দেওয়ার দায়ে তার বিরুদ্ধে মামলা করেছেন দক্ষিণ কোরিয়ার এক আইনজীবী।

বার্তা সংস্থা এএফপিকে দক্ষিণ কোরিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, সিউল ডিস্ট্রিক্ট কোর্টে কিম ইয়ো-জংয়ের বিরুদ্ধে সিউলভিত্তিক এক আইনজীবির একটি অভিযোগ দাখিল হওয়ার পর তা মামলাটির তদন্ত শুরু হয়েছে। তবে এই মামলার ভবিষ্যত নিয়ে সন্দিহান

তবে এ সত্ত্বেও দক্ষিণ কোরিয়া সর্বোচ্চ নেতার বোনের বিরুদ্ধে এমন মামলা দায়েরের বিষয়টি যে উত্তর কোরিয়াকে বিক্ষুব্ধ করে তুলবে সেটা বলার প্রয়োজন নেই; কেননা দেশ দুটির মধ্যে সম্প্রতি যে উত্তেজনা তৈরি হয়েছে কয়েক মাস ধেরে এর জন্য সিউলকে নানাভাবে দোষারোপ করে আসছে পিয়ংইয়ং।

সীমান্তের ওপার থেকে উত্তর কোরিয়াবিরোধী লিফলেট, বেলুনবার্তা পাঠানো বন্ধ না হলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি করে সম্প্রতি কিম ইয়ো-জং বিবৃতি দিয়ে ব্যক্তিগতভাবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনকে হুমকিও দেন। এরপরও মুন আলোচনার প্রস্তাব দিয়েছিলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top