সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়ালো, আক্রান্ত দেড় কোটি


প্রকাশিত:
১৯ জুলাই ২০২০ ২২:৫৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৫:৪৬

 

প্রভাত ফেরী: কোভিড-১৯ মহামারীতে সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছে। ৬ মাস অতিবাহিত হলেও এ রোগের নির্দিষ্ট কোন প্রতিষেধক বা ভ্যাকসিন আবিস্কার হয়নি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ড্যাশবোর্ডের পরিসংখ্যানে বাংলাদেশ সময় বিকেল পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে করোনা ছড়িয়ে পড়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪২ লাখ ১৬ হাজার ২৪০ জন এবং মারা গেছেন ৬ লাখ ৪৬ জন।

গত বছর ডিসেম্বর মাসের শেষে চীনের উহানে করোনার সূত্রপাত হয়। এরপর ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ছড়িয়ে পড়ে। এখন এশিয়ার দক্ষিণাঞ্চলে এর প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

করোনায় বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় রয়েছে প্রথম যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৭ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। দেশটিতে এ সময় পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৭০ হাজার ১৩৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ১ হাজার ১৬৩ জন। এতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৬৫ জনে পৌঁছেছে।

সর্বোচ্চ আক্রান্ত দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন অঞ্চল ব্রাজিল। দেশটির প্রেসিডেন্ট বোলসোনারো করোনা শনাক্ত। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ১৭৭ জন। ফলে এ সময় পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৪৮ হাজার ৬৯৭ জন এবং মারা গেছেন ৭৭ হাজার ৯৩২ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের দেশ ভারত। দেশটিতে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের করোনা পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৮৪ জন নতুন রোগীর সন্ধান মিলেছে। সব মিলিয়ে এ সময় পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৪০ হাজার ৯৪৮ জন। শুক্রবারই সারা দেশে ৬ হাজার ৭১১ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাসে। এনিয়ে মোট মারা গেছেন ২৬ হাজার ২৯৬ জন।

এর পর রয়েছে রাশিয়া। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৪৩৭ জনে এবং মারা গেছেন ১২ হাজার ২৪৭ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা হুঁশিয়ারি করেছে, করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে না মানা হলে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। করোনা থেকে সুরক্ষিত থাকার উপায় হিসেবে নিয়মিত হাত ধোঁয়া, মাস্ক ব্যবহার করা এবং স্যোশাল ডিসটেন্স বজায় রাখা জরুরি।

সূত্র : সিএনএন     


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top