সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১


নেপালে ভয়াবহ ভূমিধস: নিহত ১২, নিখোঁজ ২১


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২০ ২২:২৬

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ১১:৩১

 

প্রভাত ফেরী: নেপালে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আর এই ঘটনায় নেপালের দু'টি গ্রামের অন্তত ১২ জন বাসিন্দার প্রাণহানি ঘটেছে। এছাড়া ভূমিধসে নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ২১ জন। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।

দেশটির সরকারি কর্মকর্তা মুরারি ওয়াস্তি বলেছেন, চীনের তিব্বত সীমান্ত লাগোয়া রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার দূরের বারাহবাইস গ্রামে ভারী বর্ষণের কারণে ভূমিধসে অন্তত ১০ জন নিহত ও আরও ২১ নিখোঁজ হয়েছেন। এছাড়া উত্তরপশ্চিমাঞ্চলের বাগলুং গ্রামে ভূমিধসে আরও দুজন মারা গেছেন।

উদ্ধারকারীরা বলেছেন, রোববার গভীর রাতে হঠাৎ ভূমিধস হওয়ায় গ্রামবাসীরা নিরাপদ স্থানে যেতে পারেননি। ওয়াস্তি বলেছেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

গত জুন থেকে চলতি মাস পর্যন্ত নেপালে বন্যা এবং ভূমিধসে অন্তত ৩১৪ জনের প্রাণহানি ঘটেছে। বর্ষা মৌসুমের এই বিপর্যয়ে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১১১ জন এবং আহত হয়েছেন ১৬০ জন ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top