সিডনী বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


করোনা-মুক্ত হওয়ার অপেক্ষায় বাংলা


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২১ ১৮:০৩

আপডেট:
২৪ এপ্রিল ২০২৪ ০২:৪৫

 

প্রভাত ফেরী: সামনে ভোট! বাংলার সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এখন পুরোপুরি নেমে পড়েছে, উপচে পড়ছে সভা-সমিতির মাঠ। সবারই একটা আতঙ্ক ছিল ভিড়ের ঠেলায় আবার বাড়বে করোনা! কিন্তু আশার বানী হলো রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন মাত্র ২৫২ জন। মৃত্যুর সংখ্যাও কমে নেমে এসেছে মাত্র ৭ এ।
বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৫৮ হাজার ৩৫৫ জন। কিন্তু তাঁদের মধ্যে ৫ লক্ষ ৫২ হাজার ০৮২ জন। নতুন করে সাত জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০, ১২২ জন।
করোনা পরিস্থিতির শুরু থেকেই কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরিস্থিতি ছিল সবচেয়ে খারাপ। কিন্তু বর্তমানে এই দুই জেলাতেও আশার আলো। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত মাত্র ৫৭ জন, মৃত্যু ৩ জনের, উত্তর ২৪ পরগনায় নতুন আক্রান্ত ৭৪ ও মৃত ১। এছাড়াও নদীয়াতে ২ জন ও হুগলিতে একজন মারা গিয়েছেন।
অপরদিকে, দেশে প্রথম দফার কোভিড টিকাকরণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং গত সাত দিনে ১৬ লক্ষেরও বেশি প্রথম সারির কোভিড যোদ্ধাদের ওই টিকা দেওয়া হয়েছে। কিন্তু, প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ না নেওয়া পর্যন্ত ওই প্রতিষেধক কার্যকরী হবে না। অর্থাৎ, টিকাকরণের প্রক্রিয়া শুরু হলেও কোভিড নিয়ন্ত্রণে তার প্রভাবে এখনও পড়েনি।
এ দিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিডে দেশে ১৩১ জনের মৃত্যু হয়েছে, যা গত আট মাসে সর্বনিম্ন। সবচেয়ে বড় কথা, কেরালা ও মহারাষ্ট্র ছাড়া দেশের বাকি সব রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা এখন এক অঙ্কের ঘরে (১ থেকে ৯) নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৪৫ জন এবং কেরালায় ২০ জন।
এর থেকে একটা ব্যাপার স্পষ্ট, ভ্যাকসিন বাজারে আসা এবং গণটিকাকরণ শুরু হওয়ার আগেই কোভিডের প্রাণঘাতী ক্ষমতা অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top