সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


  কলকাতায় তাপমাত্রা ৪০ এর কাছাকাছি


প্রকাশিত:
২৫ মার্চ ২০২১ ২০:২১

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২০:৪৯

 

প্রভাত ফেরী: মার্চের শেষ সপ্তাহে কলকাতা-সহ রাজ্যে বাড়ছে গরমের দাপট। বেলা গড়ালে বাড়ছে দহন জ্বালা। গরমে কাহিল বঙ্গবাসী এখন বৃষ্টির জন্য হা-পিত্যেশ করে বসে আছেন। কিন্তু, বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী কয়েকদিনে গরম থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। তবে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ, ন্যূনতম ২৭ শতাংশ।
একনজরে দেখে নেওয়া যাক এদিন কোথায় কত সর্বোচ্চ তাপমাত্রা? আবহাওয়া দফতর সূত্রে খবর, আসানসোলে পারদ ছুঁয়েছে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি, বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ৩৮.৯ ডিগ্রিতে, ব্যারাকপুরে তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রিতে,বহরমপুরে পারদ চড়েছে ৩৬.৬ ডিগ্রিতে, বর্ধমানের তাপমাত্রা ছুঁয়েছে ৩৮.৪ ডিগ্রিতে, ক্যানিংয়ে তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি, কোচবিহারে তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি, দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রিতে, ডায়মন্ডহারবারে পারদ ছুঁয়েছে ৩৭.৮ ডিগ্রিতে, দিঘায় তাপমাত্রা ছুঁয়েছে ৩৬.৯ ডিগ্রি, দমদমের তাপমাত্রা ৩৭ ডিগ্রি, হলদিয়ার তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি, জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ৩৫ ডিগ্রি, কালিম্পঙে ২৫.৫ ডিগ্রি, কৃষ্ণনগরের ৩৭.৬ ডিগ্রি, মালদায় ৩৭.৪ ডিগ্রি, মেদিনীপুরে তাপমাত্রা ছুঁয়েছে ৩৮ ডিগ্রিতে, পানাগড়ে ৩৮.৯ ডিগ্রি, সল্টলেকে ৩৭.৬ ডিগ্রি, শিলিগুড়ির তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি, শ্রীনিকেতনে ৩৭.৮ ডিগ্রি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top